পূর্ব জেরুজালেমে ভবন গুঁড়িয়ে দিল ইসরায়েল

Published: 22 December 2025

পোস্ট ডেস্ক :


ইসরায়েলি বুলডোজার সোমবার ভোরে পূর্ব জেরুজালেমে একটি চারতলা ভবন গুঁড়িয়ে দেয়। মধ্যরাতে কর্তৃপক্ষ দরজা ভেঙে দ্রুত উচ্ছেদ অভিযান চালানোর পর ভবনটিতে বসবাসকারী বহু ফিলিস্তিনি পরিবার কোথায় যাবে—তা নিয়ে অনিশ্চয়তায় পড়েছে।

সংযুক্ত পূর্ব জেরুজালেমে ‘অননুমোদিত নির্মাণ’ বলে বর্ণনা করা স্থাপনাগুলো লক্ষ্য করে ইসরায়েলি কর্মকর্তারা যে অভিযান চালাচ্ছেন, এটি তারই সর্বশেষ ঘটনা। স্থানীয় ফিলিস্তিনি কর্মকর্তারা এ অভিযানকে বাসিন্দাদের উৎখাতের একটি ‘পদ্ধতিগত নীতি’ হিসেবে আখ্যা দিয়েছেন।

ভবনটির বাসিন্দা ঈদ শাওয়ার বলেন, ‘এই ভাঙচুর সব বাসিন্দার জন্যই এক ভয়াবহ ট্র্যাজেডি।’

সিলওয়ান এলাকায়, পুরোনো শহরের কাছাকাছি অবস্থিত ভবনটিতে ছিল এক ডজনের মতো ফ্ল্যাট। সেখানে আনুমানিক ১০০ জন মানুষ থাকতেন—যাদের মধ্যে নারী, শিশু ও বয়স্করাও ছিলেন।

পাঁচ সন্তানের বাবা শাওয়ার বলেন, ‘আমরা যখন ঘুমিয়ে ছিলাম, তখন তারা দরজা ভেঙে ঢোকে।

আমাদের শুধু জামাকাপড় বদলানো আর প্রয়োজনীয় কাগজপত্র নেওয়ার অনুমতি দেয়।’
৩৮ বছর বয়সী শাওয়ার জানান, যাওয়ার আর কোনো জায়গা না থাকায় তার সাত সদস্যের পরিবারকে গাড়িতেই রাত কাটাতে হবে।

ভারী যন্ত্রপাতি দিয়ে ভবনটি গুঁড়িয়ে দিতে দেখে এক নারী আক্ষেপ করে বলেন, ‘ওরা আমার শোবার ঘর ধ্বংস করে দিচ্ছে।’

এএফপির এক সাংবাদিক জানান, সোমবার ভোরে তিনটি বুলডোজার ভবনটি ভাঙা শুরু করে।

আশপাশের রাস্তায় ছড়িয়ে পড়ে বাসিন্দাদের কাপড়চোপড় ও আসবাবপত্র। ইসরায়েলি পুলিশ আশপাশের সড়কগুলো ঘিরে রাখে এবং নিরাপত্তা বাহিনী এলাকায় মোতায়েন করে, এমনকি পাশের বাড়িগুলোর ছাদেও অবস্থান নেয়।
দুপুরের মধ্যে ভবনটির বড় একটি অংশ মাটিতে মিশে যায়।

অধিকারকর্মীদের মতে, ব্যক্তিমালিকানাধীন ফিলিস্তিনি জমিতে নির্মিত এই ভবনটির অনুমতি না থাকায় সেটি ভাঙার তালিকায় ছিল।