নোয়াখালীতে চর দখল নিয়ে গোলাগুলি, নিহত ৫

Published: 23 December 2025

পোস্ট ডেস্ক :


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের সময় গুলিতে পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮-১০ জন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সুখচর ইউনিয়নের ৭ ও ৮নম্বর ওয়ার্ডের সীমান্তবর্তী জাগলার চর গ্রামে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক পুলিশ নিহত একজনের নাম ঠিকানা নিশ্চিত করেছে। নিহত আলাউদ্দিন (৪০) উপজেলার সুখচর ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের চর আমান উল্যাহ গ্রামের ছেরাং বাড়ির মহিউদ্দিনের ছেলে। অপর ৪ জনের নাম ঠিকানা জানাতে পারেনি পুলিশ। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম মানবজমিনকে বলেন, একটি মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রয়েছে। বাকি চারটি মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে। দুর্গম চরাঞ্চল হওয়ায় বিকাল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায়। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।