মগবাজার ফ্লাইওভার থেকে ছোড়া ককটেলে যুবক নিহত

Published: 24 December 2025

পোস্ট ডেস্ক :


রাজধানীর মগবাজার ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ককটেলের আঘাতে মো. সিয়াম (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে ফ্লাইওভারের ওপর থেকে ছোড়া ওই ককটেল নিচের মুক্তিযোদ্ধা গলির সামনের রাস্তা দিয়ে চলাচলকারী ওই পথচারির মাথায় লাগলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ফ্লাইওভারের ওপর থেকে কে বা কারা একটি ককটেল নিক্ষেপ করে। সেটি নিচ দিয়ে চলাচল করা এক যুবকের মাথায় পড়ে। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে, রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুর্তজা বলেন, বোমা নিক্ষেপে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।