যুক্তরাষ্ট্র ভিসা দেবে না ইইউ সাবেক কমিশনারসহ ৫ জনকে

Published: 24 December 2025

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্র তাদের অপছন্দের মতামত ও সামাজিক যোগাযোগমাধ্যম নিয়ন্ত্রণে চাপ দেওয়ার অভিযোগে ইউরোপীয় ইউনিয়নের সাবেক কমিশনার থিয়েরি ব্রেতোঁসহ পাঁচজনকে দেশটির ভিসা দেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, এই ব্যক্তিরা উগ্রপন্থী কর্মকাণ্ডে লিপ্ত এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত বেসরকারি সংস্থাগুলোর মাধ্যমে বাইরের দেশগুলোতে সেন্সরশিপ অভিযান পরিচালনা করেছে।

মার্কো রুবিও বলেন, “প্রতিটি ক্ষেত্রে মার্কিন বক্তা ও কোম্পানিগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে।” ব্রেতোঁ এই সিদ্ধান্তকে উদ্দেশ্যপ্রণোদিত হয়রানি হিসেবে অভিহিত করেছেন। যুক্তরাষ্ট্রের দাবি, ব্রেতোঁ ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল সার্ভিসেস অ্যাক্ট (ডিএসএ)-এর মূল পরিকল্পনাকারী, যা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট যাচাই-বাছাই বাধ্যতামূলক করে। তবে ব্রাসেলস এই অভিযোগ অস্বীকার করেছে।

 

এছাড়া, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের মালিক ইলন মাস্কের সঙ্গে ব্রেতোঁ বিবাদে জড়িয়ে পড়েছেন। সম্প্রতি ব্লু টিক ব্যাজের কারণে এক্সকে ১২০ মিলিয়ন ইউরো জরিমানা করেছে ইউরোপীয় কমিশন। কমিশন বলেছে, এক্স ব্যবহারকারীদের যথাযথ যাচাই করছে না এবং এটি প্রতারণামূলক।

যুক্তরাষ্ট্রের ভিসা নিষিদ্ধ তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাজ্যভিত্তিক অলাভজনক সংস্থা গ্লোবাল ডিজইনফরমেশন ইনডেক্স (জিডিআই)-এর প্রধান ক্লেয়ার মেলফোর্ড। মার্কিন পররাষ্ট্র দপ্তর অভিযোগ করেছে, সংস্থাটি মার্কিন অর্থ ব্যবহার করে দেশের মতামত ও মিডিয়াকে সেন্সর করতে চেষ্টা করছে।

 

সিসিডিএইচের প্রধান নির্বাহী ইমরান আহমেদের ভিসাও নিষিদ্ধ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেছেন, আহমেদ সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের সঙ্গে যুক্ত হয়ে সরকারের ক্ষমতাকে ব্যবহার করে মার্কিন নাগরিকদের চাপে রাখার চেষ্টা করছেন।

জার্মান সংস্থা হেইটএইডের আন্না-লেনা ভন হোদেনবার্গ ও জোসেফিন ব্যালনকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এই দুই কর্মকর্তা ডিএসএ আইন প্রয়োগে সহায়তা করেছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে। তবে তারা বিবিসিকে জানান, এই কর্মকাণ্ডকে তারা সরকারের দমনপীড়ন হিসেবে দেখছেন এবং সরকার ক্রমাগত আইন উপেক্ষা করে সমালোচকদের চুপ করানোর চেষ্টা করছে। তথ্যসূত্র : বিবিসি