এভারকেয়ার হাসপাতালে মায়ের পাশে তারেক রহমান

Published: 25 December 2025

পোস্ট ডেস্ক :


বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এভারকেয়ার হাসপাতালে পৌঁছেছেন। মা বেগম খালেদা জিয়াকে দেখতে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ থেকে হাসপাতালে যান তিনি। বৃহস্পতিবার সন্ধ্যা ৫ টা ৫৪ মিনিটের দিকে তারেক রহমান হাসপাতালে প্রবেশ করেন। হাসপাতালে তারেক রহমানের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। হাসপাতালের বাইরে অবস্থান নেয়া নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে নানা স্লোগান দেন। সংবর্ধনাস্থল থেকে হাসপাতালের পথে রওনা হওয়ার পর পথে পথে নেতাকর্মীরা ভিড় করায় গাড়ি এগোয় ধীর গতিতে। পথে অভ্যর্থনা জানানো নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান তারেক রহমান।