দেশে দেশে বড়দিন উদযাপনের নানা মুহূর্ত দেখুন ছবিতে
পোস্ট ডেস্ক :

পালিত হচ্ছে খ্রিষ্টধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। প্রার্থনার পাশাপাশি নানা উপায়ে দিনটি উদযাপন চলছে। কেউ যেমন পরিবার নিয়ে স্কেটিংয়ে বেরিয়েছেন, কেউ আবার উদযাপনে উত্তেজনা যোগ করেছেন শীতল জলে গা ভিজিয়ে। ব্রিটেনের রাজপরিবারের সদস্য থেকে শুরু করে নিউইয়র্কের পেডিক্যাব চালক- উদযাপনে যেন কমতি ছিল না কারও।
এমন কিছু মুহূর্তের ছবি তুলে ধরা হলো:
ঝিরিঝির বৃষ্টির মাঝে চলছিল প্রার্থনা শুরুর আয়োজন। তার আগে সেলফি নিতে ভুল করেনি এই জুটি। ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে। ছবি: এএফপি
ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যাসিলিকার মূল বারান্দা থেকে ভক্তদের উদ্দেশে হাত নাড়েন পোপ লিও চতুর্দশ। ছবি: এএফপি
পরিবারের সদস্যদের নিয়ে পূর্ব ইংল্যান্ডের স্যান্ডরিংহামে বড়দিন উদযাপন করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। প্রার্থনার জন্য যান সেন্ট মেরি ম্যাগডালিন চার্চে। ছবি: এএফপি
পাকিস্তানের পেশোয়ারের অল সেন্ট চার্চে প্রার্থনারত খ্রিষ্ট ধর্মাবলম্বীরা। ছবি: এএফপি
বড়দিনেও পরিবার নিয়ে স্কেট করতে বেরিয়েছিলেন কেউ কেউ। নেদারল্যান্ডসের জেইস্টে। ছবি: এএফপি
কিছুদিন আগে বন্দুক হামলা হয় অস্ট্রেলিয়ার সিডনির বন্ডাই সৈকতে। বড়দিনে সেখানে জমে আড্ডা। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে মার-এ-লাগো রিসোর্টে বড়দিনের নৈশ্বভোজে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্প। ছবি: এএফপি
বড়দিন উপলক্ষে বেথলেহেমের মেঞ্জার স্কয়ারের আয়োজনে ব্যাগপাইপ বাজান ফিলিস্তিনিরা। ছবি: আলজাজিরার সৌজন্যে
বড়দিনে শীতল জলে গা ভেজাতেও নেমেছিলেন অনেকে। জার্মানির বার্লিনে। ছবি: এএফপি




