উত্তর কোরিয়ার সংবাদপত্রের প্রবেশাধিকার সহজ করবে সিউল
পোস্ট ডেস্ক :

দক্ষিণ কোরিয়া শুক্রবার জানিয়েছে, দীর্ঘদিন ধরে নিষিদ্ধ উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্রকে ‘সাধারণ তথ্য’ হিসেবে পুনর্বিন্যাস করা হবে, যাতে জনগণের প্রবেশাধিকার সহজ হয়। শান্তিপন্থী প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের প্রশাসনের এ পদক্ষেপটি উত্তর কোরিয়ার প্রতি সর্বশেষ সদয় ইঙ্গিত বলে বিবেচিত হচ্ছে।
দক্ষিণ কোরিয়া এখনো আনুষ্ঠানিকভাবে তার পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীর সঙ্গে যুদ্ধে রয়েছে এবং পিয়ংইয়ংয়ের প্রচারণার ওপর কয়েক দশক ধরে জারি থাকা জাতীয় নিরাপত্তা নিষেধাজ্ঞা বহাল আছে।
প্রেসিডেন্ট লিসহ সমালোচকদের মতে, উত্তর কোরিয়ার নেতৃত্বকে মহিমান্বিত করা এসব সামগ্রী সম্পর্কে দক্ষিণ কোরিয়ার জনগণ নিজেরাই যথেষ্ট পরিপক্ব সিদ্ধান্ত নিতে সক্ষম।
তারা আরো বলেন, বিশ্বের সবচেয়ে প্রযুক্তিনির্ভর ও শিক্ষিত সমাজগুলোর একটিতে এ ধরনের নিষেধাজ্ঞা অপ্রয়োজনীয় সেন্সরশিপের সমান।
সিউলের সরকার শুক্রবার আন্ত মন্ত্রণালয় বৈঠক ডেকে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ‘রোদং সিমুন’ পত্রিকাকে ‘বিশেষ উপকরণ’ থেকে ‘সাধারণ উপকরণে’ পুনর্বিন্যাসের ব্যাপারে ঐকমত্য নিশ্চিত করেছে বলে এক বিবৃতিতে জানানো হয়।
সরকারি বিবৃতিতে আরো বলা হয়, ‘রোদং সিমুনকে সাধারণ উপকরণ হিসেবে পুনর্বিন্যাসের আনুষ্ঠানিক পদক্ষেপটি আগামী সপ্তাহের শুরুতে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে কার্যকর করা হবে।’
এ ঘোষণা আসে এক সপ্তাহ পর, যখন সিউলের একীকরণ মন্ত্রণালয় প্রেসিডেন্ট লিকে বলেছিল, তারা উত্তর কোরিয়ার কিছু প্রচারণামূলক উপাদানে জনসাধারণের প্রবেশাধিকার সহজ করতে চায়।
সে সময় লি বলেন, জনগণ ‘প্রচারণায় প্রভাবিত হয়ে কমিউনিস্ট হয়ে যাবে’— এমন আশঙ্কা অতিরঞ্জিত।
তিনি বলেন, ‘বরং (এ ধরনের উপকরণে প্রবেশাধিকার দেওয়া) হবে উত্তর কোরিয়ার বাস্তবতা সঠিকভাবে বোঝার এবং ভাবার একটি সুযোগ যে এটা হওয়া উচিত নয়।’
লি আরো বলেন, এই মাসের শুরুর দিকে তার মনে হয়েছে যে তার পূর্বসূরির সীমান্ত পেরিয়ে ড্রোন ও প্রচারপত্র পাঠানোর কথিত নির্দেশের জন্য উত্তর কোরিয়ার কাছে একটি ক্ষমা প্রাপ্য।
উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন কমাতে উদ্যোগী লির এই সদয় ইঙ্গিতের জবাবে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি পিয়ংইয়ং।




