তৃণমূলে যোগ দিয়েই ‘জয় বাংলা’ স্লোগান নায়িকার

Published: 26 December 2025

পোস্ট ডেস্ক :


নতুন রাজনৈতিক ইনিংস শুরু করলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র। সব জল্পনা শেষে শুক্রবার শাসক দল তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। পার্টি ভবনে চন্দ্রিমা ভট্টাচার্য ও জয়প্রকাশ মজুমদারের হাত ধরে আনুষ্ঠানিক যোগদান সম্পন্ন হয়েছে।

নতুন যাত্রার শুরু হিসেবে পার্নো হাতে দলীয় পতাকা ধরে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দেখা গেছে।

যোগদান প্রক্রিয়া শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে পার্নো মিত্র বলেন, ‘একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলাম। যে রকম ভেবেছিলাম বিষয়টা সেভাবে এগোয়নি। তবে ভুল তো মানুষ মাত্রই করে।’

তিনি আরো বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলে নতুন রাজনৈতিক ইনিংস শুরু করতে চাই।


মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য পার্নোর যোগদান প্রসঙ্গে জানান, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাকে এগিয়ে নেওয়ার উদ্যোগে আকৃষ্ট হয়ে পার্নোই দলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। অভিনয়ের পাশাপাশি নাগরিক হিসেবে মানুষের পাশে থাকার দায়িত্ব সম্পর্কেও তিনি সচেতন। তাই আমরা তাকে দলে স্বাগত জানাচ্ছি।’

জয়প্রকাশ মজুমদার পার্নোর রাজনৈতিক প্রোফাইল তুলে ধরে বলেন, ‘২০১৯ সাল থেকে সক্রিয় রাজনীতিতে রয়েছেন পার্নো।

একুশের ভোটেও লড়েছেন। তবে দীর্ঘদিন ধরে বিজেপির দলীয় কর্মসূচি থেকে তিনি নিষ্ক্রিয় ছিলেন।’
রাজনীতিতে পার্নোর যাত্রা শুরু হয়েছিল ২০১৯ সালে, যখন তিনি বিজেপিতে যোগ দেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বরাহনগর কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হিসেবে লড়েছিলেন। নির্বাচনে তিনি তৃণমূল প্রার্থী তাপস রায়ের কাছে পরাজিত হন।

২০২৬ সালের বিধানসভা ভোটের প্রাক্কালে পার্নোর তৃণমূলে যোগদান নতুন রাজনৈতিক জল্পনা সৃষ্টি করেছে। নির্বাচনের আগে মদন মিত্রের সঙ্গে ‘নৌকাবিহার’ অনুষ্ঠানে অংশ নেয়ার মুহূর্তগুলোও রাজনীতি ও টলিউড—দু’দিকেই চর্চার বিষয় হয়ে উঠেছিল।