ট্রাম্পের সঙ্গে জেলেনস্কির বৈঠকের আগে কিয়েভে শক্তিশালী বিস্ফোরণ

Published: 27 December 2025

পোস্ট ডেস্ক :


রাশিয়া শনিবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন অঞ্চলে হামলা চালায়। এ সময় সেখানে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আসন্ন বৈঠক হবে প্রায় চার বছর ধরে চলা যুদ্ধ শেষ করতে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে। তার আগেই এই হামলা চালানো হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। শুক্রবার দিবাগত রাতে শুরু হওয়া হামলার আগে জেলেনস্কি বলেন, রবিবার ফ্লোরিডায় অনুষ্ঠেয় আলোচনায় মূলত যুদ্ধবিরতির পর কোন অঞ্চল কার নিয়ন্ত্রণে থাকবে, সেই ভূখণ্ড সংক্রান্ত বিষয়ে গুরুত্ব দেয়া হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ শুরু করার পর থেকেই এই যুদ্ধ ইউরোপের দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সবচেয়ে প্রাণঘাতী সংঘাতে পরিণত হয়েছে।

ইউক্রেনের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হলে রাতে বিস্ফোরণের শব্দ শোনা যায় কিয়েভে। সামরিক বাহিনী টেলিগ্রামে জানায়, ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে। বিমানবাহিনী জানায়, রুশ ড্রোন রাজধানীসহ উত্তরপূর্ব ও দক্ষিণাঞ্চলকেও লক্ষ্যবস্তু করছে। বিমান হামলার সতর্কতা জারি থাকা সত্ত্বেও চার ঘণ্টা পরও তা প্রত্যাহার করা হয়নি। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার খবর পাওয়া যায়নি। রাশিয়া এ হামলা নিয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। বৃহস্পতিবার রাতেও রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালায় এবং দক্ষিণাঞ্চলীয় ওডেসায় হামলা বাড়ায়। সেখানে ইউক্রেনের প্রধান সমুদ্রবন্দরগুলো অবস্থিত।

তীব্র লড়াই চলতে থাকলেও ভূখণ্ডের নিয়ন্ত্রণই কূটনৈতিক সমাধানের সবচেয়ে বড় অন্তরায়। যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি ২০ দফা শান্তি প্রস্তাবের খসড়া ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে বলে কিয়েভে সাংবাদিকদের জেলেনস্কি জানান। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা গ্যারান্টি চুক্তি প্রায় চূড়ান্ত। যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সোভিয়েত পরবর্তী সময়ের আগের নিরাপত্তা প্রতিশ্রুতিগুলো কার্যত অর্থহীন হয়ে পড়েছিল। তিনি পলিটিকোকে বলেন- নতুন বছরের আগেই অনেক কিছু নির্ধারিত হয়ে যেতে পারে।

ট্রাম্প বলেন, এই প্রক্রিয়ার পেছনে যুক্তরাষ্ট্রই প্রধান চালিকাশক্তি। তিনি পলিটিকোকে বলেন- সে কিছুই পাবে না, যতক্ষণ না আমি অনুমোদন দিচ্ছি। তাই দেখা যাক, সে কী নিয়ে আসে। অ্যাক্সিওসকে দেয়া সাক্ষাৎকারে জেলেনস্কি জানান, যুক্তরাষ্ট্র ১৫ বছরের নিরাপত্তা গ্যারান্টি চুক্তির প্রস্তাব দিয়েছে, যা নবায়নযোগ্য। তবে কিয়েভ আরও দীর্ঘমেয়াদি এবং আইনগতভাবে বাধ্যতামূলক চুক্তি চায় ভবিষ্যতে রুশ আগ্রাসন ঠেকাতে। ট্রাম্প বলেন, তিনি মনে করেন রবিবারের বৈঠক ভালোভাবেই সম্পন্ন হবে। একইসঙ্গে তিনি বলেন, তিনি খুব শিগগির পুতিনের সঙ্গেও কথা বলবেন।