“প্রবাসী সম্মাননা ২০২৫” গ্রহণ করলেন দানবীর মুহিবুর রহমান মুহিব
স্টাফ রিপোর্টার :

যুক্তরাজ্যে কয়েক দশক ধরে থেকেও দেশের মানুষের কল্যাণে কাজ করার স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ সরকার ব্রিটেনের পরিচিত মুখ অসংখ্য সামাজিক সংগঠনের স্বপ্নদ্রষ্টা, মানবিক ব্যক্তিত্ব, গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশনের সভাপতি, বাংলাদেশ সেন্টার লন্ডন এর সিনিয়র সহ-সভাপতি, দানবীর মুহিবুর রহমান মুহিব এবার গ্রহণ করলেন “প্রবাসী সম্মাননা ২০২৫” অর্জন করেছেন।

শনিবার (২৭ ডিসেম্বর) সিলেটের জাতীয় কবি কাজী নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসির তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন। দীর্ঘদিন প্রবাসে তার নেতৃত্ব, সংগঠনমূলক কার্যক্রম এবং জনস্বার্থে নিবেদিত কাজকে রাষ্ট্র গুরুত্ব দিয়ে স্বীকৃতি দিয়েছে।

সম্মাননা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, পুলিশ সুপার কাজী আখতারুল আলম।
উল্লেখ্য মুহিবুর রহমান মুহিব বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের পুরুষপাল গ্রামের মরহুম আরব আলীর পুত্র।
জানা যায়, গত ১৭ নভেম্বর সিলেট জেলা প্রশাসন সিলেটের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মাননা দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে ছয় ক্যাটাগরিতে আবেদন আহ্বান করে। গত ৫ ডিসেম্বর পর্যন্ত আবেদন নেওয়া হয়। ক্যাটাগরির মধ্যে রয়েছে— সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।
নির্ধারিত সময়ের মধ্যে সম্মাননার জন্য বিশ্বের ১১টি দেশে অবস্থানরত সিলেটের ছয় শতাধিক প্রবাসী আবেদন করেছিলেন। সফল পেশাজীবী, সফল ব্যবসায়ী, সফল কমিউনিটি নেতা, সফল নারী উদ্যোক্তা, খেলাধুলায় সাফল্য অর্জনকারী এবং বাংলাদেশি পণ্য সংশ্লিষ্ট দেশে আমদানিকারক। এসব ক্যাটাগরিতে আবেদনের জন্য পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত জমা দিতে গুগল ফর্ম, ইমেইল ঠিকানা দেওয়া হয়।




