৮ দলের জোটে যুক্ত হয়েছে এনসিপি ও এলডিপি: জামায়াত আমীর
পোস্ট ডেস্ক :

আট দলীয় জোটে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ও লিবারেল ডেমক্রেটিক পার্টি-এলডিপি যুক্ত হওয়ার ঘোষণা দিয়েছেন জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান। রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন। সংবাদ সম্মেলনে ৮ দলের নেতাদের সঙ্গে এলডিপি সভাপতি কর্নেল অব. অলি আহমদ বীর বিক্রম উপস্থিত থাকলেও এনসিপি’র কোনো প্রতিনিধি ছিলেন না।
এ বিষয়ে জামায়াত আমীর বলেন, কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে এনসিপি’র বৈঠক হয়েছে। এনসিপি আহবায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন। তারা এই মুহূর্তে এখানে আসার মতো সময় পাননি। রাতেই তারা দলীয়ভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবেন। দলগুলোর এই ঐক্যকে মজবুত নির্বাচনী সমঝোতার ঐক্য বলে উল্লেখ করেন জামায়াত আমীর। সংবাদ সম্মেলনে খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হকসহ ৮ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন।
ওদিকে জামায়াতের সঙ্গে নির্বাচনী জোট করা নিয়ে এনসিপিতে অসন্তোষ দেখা দিয়েছে। ইতোমধ্যে দুইজন নারী নেত্রী দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ৩০ নেতা জামায়াতের সঙ্গে জোটে যাওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে দলীয় প্রধানের কাছে স্মারকলিপি দিয়েছেন।




