পশ্চিম তীরে কয়েকটি ফিলিস্তিনি গ্রাম লকডাউন করেছে ইসরায়েলি সেনারা

Published: 28 December 2025

পোস্ট ডেস্ক :


পশ্চিম তীরে একটি সামরিক চেকপয়েন্টে গুলি ছোড়ার ঘটনা ঘটার পর ইসরায়েলি সেনারা কয়েকটি ফিলিস্তিনি গ্রাম লকডাউন করেছে। শনিবার এই ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে খবর আনাদোলু সংবাদ সংস্থার।

সূত্রগুলো জানিয়েছে, নিলিন, বিলিন এবং খারবাথা বানি হ্যারিথ গ্রামগুলো (রামালার পশ্চিমে) এর প্রবেশপথ বন্ধ করা হয়েছে, যাতে গ্রামের ভেতরে বা বাইরে কেউ যেতে না পারে। এই পদক্ষেপটি নিলিনে একটি ইসরায়েলি চেকপয়েন্টে গুলি ছোড়ার ঘটনা ঘটার পর নেওয়া হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে, ইসরায়েলি বাহিনী সাফা গ্রামের একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এক ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে, যার ওপর অভিযোগ করা হয়েছে যে সে চেকপয়েন্টে গুলি ছুঁড়েছে।

ফিলিস্তিনিদের তথ্য অনুযায়ী, ইসরায়েলি বাহিনী এবং অবৈধ উপনিবেশকারীরা ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে (পূর্ব জেরুজালেমসহ) কমপক্ষে ১ হাজার ১০৩ ফিলিস্তিনিকে হত্যা করেছে, প্রায় ১১ হাজার জনকে আহত করেছে এবং প্রায় ২১ হাজার মানুষকে আটক করেছে।

গত জুলাইয়ে আন্তর্জাতিক আদালত (আইসিজে) একটি ঐতিহাসিক মতামতে ঘোষণা করেছে যে, ইসরায়েলের ফিলিস্তিনি অঞ্চল দখল আইনবিরুদ্ধ এবং পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমের সমস্ত উপনিবেশ ত্যাগ করার আহ্বান জানিয়েছে।