সিলেটের ছয় আসনে মনোনয়নপত্র দাখিল করলেন ৪৭ প্রার্থী
পোস্ট ডেস্ক :

সিলেট জেলার ৬টি নির্বাচনী আসনে মোট ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে তারা দলের নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে আনন্দমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেটের ৬ সংসদীয় আসনের মধ্যে সিলেট-১ আসনে ১০ জন, সিলেট-২ ও ৩ আসনে ৯ জন করে, সিলেট-৪ আসনে ৭ জন এবং সিলেট-৫ ও ৬ আসনে ৬ জন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
এদের মধ্যে বিএনপির ৭ জন ও জামায়াতে ইসলামের ৫ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া বিএনপি ও জমিয়ত থেকে স্বতন্ত্রের ব্যানারে একজন করে বিদ্রোহী প্রার্থী রয়েছেন।
এর মধ্যে সিলেট-১ আসনে বিএনপি থেকে দলটির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, জামায়াতের জেলা আমির মাওলানা হাবিবুর রহমান, এনসিপির প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এহতেশামুল হক, সিলেট জেলা বাসদের সদস্যসচিব প্রণব জ্যোতি পাল, জাতীয় পার্টির মকসুদ ইবনে আজিজ লামা মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিলেট-২ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মুনতাসির আলী এবং সিলেট-৩ আসনে বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা এমএ মালিক, জামায়াতের যুব বিভাগের জেলা সভাপতি মাওলানা লোকমান আহমদ, এনসিপির কেন্দ্রীয় সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, খেলাফত মজলিস সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা দিলওয়ার হোসাইন, জাতীয় পার্টির আতিকুর রহমান আতিক মনোনয়ন দাখিল করেছেন।
সিলেট-৪ আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী, জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, জাতীয় পার্টির মুজিবুর রহমান ডালিম মনোনয়ন দাখিল করেছেন।
সিলেট-৫ আসনে বিএনপি জোট থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সহসভাপতি মামুনুর রশিদ, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসেন খান ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন খালেদ, সিলেট-৬ আসনে বিএনপির দুজন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। দুজনই কেন্দ্র থেকে মনোনয়নপত্র পেয়েছেন। তারা হলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী ও জেলা বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী।
এ ছাড়া আসনটি থেকে ঢাকা উত্তর জামায়াতে ইসলামের আমির মো. সেলিম উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী জমিয়ত নেতা মাওলানা ফখরুল ইসলাম মনোনয়নপত্র জমা দিয়েছেন।




