খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোক

Published: 30 December 2025

পোস্ট ডেস্ক :


বিএনপি চেয়ারপারসন ও দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৯ বছর।

দীর্ঘদিন ধরে নানা জটিলতায় ভুগছিলেন তিনি।

গত ২৩ নভেম্বর তাকে শেষবারের মতো রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আজ সকালে ফজর নামাজের পরপরই তার শারীরিক অবস্থার অবনতি হয়ে তিনি চিরবিদায় নেন।
খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে সারা দেশে শোকের ছায়া নেমে আসে। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মাঝে কান্নার রোল পড়ে যায়।

বগুড়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বগুড়ায়। খবরটি ছড়িয়ে পড়ার পরপরই এলাকায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর শোক ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

গাবতলীর বিভিন্ন এলাকায় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা দলীয় কার্যালয়, বাড়িঘর ও গুরুত্বপূর্ণ স্থানে জড়ো হয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন। দলীয় কার্যালয়গুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়।

পাশাপাশি বিভিন্ন মসজিদ, মাদরাসা ও স্থানে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাজশাহী

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজশাহীজুড়েও নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুও খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজশাহী বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে নেমে আসে শোকের ছায়া। অনেক নেতাকর্মীকে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।

সকাল থেকেই নগরীর মালোপাড়ায় অবস্থিত মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের ভিড় জমাতে শুরু করে।

সকাল সাড়ে ১১টায় মহানগর বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এ ছাড়া নগরীর বিসিক এলাকায় পৃথকভাবে কোরআন খতম ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানের আয়োজন করেন রাজশাহী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শফিকুল হক মিলন।

পাবনা

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাবনায় বিএনপি নেতাকর্মীসহ সাধারণ মানুষের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে পাবনার দলীয় অফিসে ভিড় করছেন শোকাহত নেতাকর্মীরা।

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস পরিচালিত আলহাজ আহেদ আলী বিশ্বাস (এবি) ট্রাস্ট্রের ১১০টি মসজিদে চলছে পবিত্র কোরআন তেলওয়াত। দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাবনা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক গভীর শোক প্রকাশ করেছেন।

দিনাজপুর

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দিনাজপুরে শোকের ছায়া নেমে এসেছে। নেত্রীকে হারিয়ে শোকাহত দলীয় নেতাকর্মীরা ও দিনাজপুরের সাধারণ মানুষ।

মঙ্গলবার বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সকাল থেকেই জেলার বিভিন্ন উপজেলা-ইউনিয়ন থেকে নেতাকর্মীরা গনেশতলা বিএনপির জেলা দলীয় কার্যালয়ে আসতে শুরু করেন। প্রিয় নেত্রীকে বিদায়ে তারা কান্নায় ভেঙে পড়েন।

নাটোর

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার মৃত্যুতে শোকে স্তব্ধ নাটোরের বিএনপি নেতাকর্মীরা। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সকালে নাটোর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলাইপুরে ভিড় জমতে থাকে নেতাকর্মীদের।

খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে নাটোর জেলা বিএনপির কার্যালয়ে উত্তোলন করা হয় কালো পতাকা এবং অর্ধনমিত রাখা হয় জাতীয় ও দলীয় পতাকা। আয়োজন করা হয় কোরআন খতমের। সেখানে আলেম ওলামারা কোরআন খতম দেওয়া শুরু করেছেন। নেতাকর্মীরা সবাই কালো ব্যাচ পরিধান করেছেন।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি একজন আপসহীন নেত্রী এবং ঐক্যের প্রতীককে হারালেন এবং বিএনপি নেতাকর্মীরা হারালেন তাদের অভিভাবককে বলে মন্তব্য করেছেন নাটোর-২ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এবং কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

রাজবাড়ী

রাজবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাবেক সংসদ সদস্য আলী জেলা মাহমুদ খৈয়মের সমর্থিত নেতাকর্মীরা বিএনপি জেলা কার্যালয়ে এ দোয়া মাহফিলে অংশ নেয়।

খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নেতাকর্মীরা। তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন তারা। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য নেওয়াজ মাহমুদ খৈয়ম, জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারীসহ নেতাকর্মীরা।

জগন্নাথপুর, সুনামগঞ্জ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তাঁর রুহের মাগফিরাত কামনা করে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে পৌর শহরে বিএনপির দলীয় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় জগন্নাথপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হোরায়রা ছাদ মাস্টার, জেলা বিএনপি নেতা এমএ মুকিত, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, আব্দুস সোবহান, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুক্তরাজ্য বিএনপির নেতা রাজু আহমদ, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ মতিন, আকছির মিয়া, দিলু মিয়া, তকবুর মিয়া, ফারুক মিয়া, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল হাসিম ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসিম আহমদ রুহেলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কোরআন খতমসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে গোপালগঞ্জ জেলা বিএনপি।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) জেলা শহরের নতুন বাজার সুপার মার্কেটের দোতলায় বিএনপি কার্যালয়ে কালো পতাকা উত্তোলন করে দলটি। পরে সেখানে বেগম জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম করা হয়। এরপর কালো ব্যাচ ধারণ করা হয়।

এদিকে, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার।

মৌলভীবাজার

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। এক শোকবার্তায় জেলা বিএনপি জানায়, দেশপ্রেম, সাহস ও ত্যাগের এক অনন্য প্রতীক ছিলেন খালেদা জিয়া। আজীবন তিনি দেশের মাটি ও মানুষের প্রতি অবিচল ছিলেন।

শোকবার্তায় খালেদা জিয়ার একটি বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, ‘এ দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই; এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’ এই বক্তব্যের মধ্য দিয়েই তাঁর দেশপ্রেম ও জনগণের প্রতি ভালোবাসার প্রতিফলন ঘটেছে বলে শোকবার্তায় জানানো হয়।

মৌলভীবাজার জেলা বিএনপি মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানায়।

ঝিনাইদহ

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের এইচএসএস সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে জড়ো হতে থাকে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যাগে কার্যলেয়ের সামনে জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, আলোচনা সভা, কোরআন খতম ও দোয়া মাহফিল পালন করা হয়।

এ সময় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সিনিয়র সহসভাপতি মো. আক্তারুজ্জামান, সহসভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, এনামুল কবির মুকুল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার পৈতৃক বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামের বড় মজুমদার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। এ ছাড়া তার নিজ উপজেলা ফুলগাজীসহ ফেনী জেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকে তার নিজ বাড়িতে পবিত্র কোরআনখানির আয়োজন করা হয়েছে। তার আত্মার মাগফিরাত কামনায় এই আয়োজন করা হয়। এ ছাড়া এলাকার স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ জনগণ সকাল থেকেই এই বাড়িতে ভিড় করছেন।

ফেনী ১ সংসদীয় আসন (ফুলগাজী পরশুরাম ও ছাগলনাইয়া) এলাকায় সর্বত্রই শোকের ছায়া নেমে আসে। এলাকার মসজিদের মাইকে খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ প্রচার করা হচ্ছে। তিন উপজেলার অধিকাংশ মসজিদে খতমে কোরআন ও দোয়া মোনাজাত করা হচ্ছে।

বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদারসহ স্বজন প্রিয়জনরা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। তাদের অনেকেই খালেদা জিয়ার স্মৃতিচারণা করছেন।

বেগম খালেদা জিয়ার চাচাতো ভাই শামীম হোসেন মজুমদার কালের কণ্ঠকে বলেন, সকালে বড় বোন খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে আমরা স্তব্ধ হয়ে পড়ি। পরিবারে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুর সংবাদ গ্রামের মাইকে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে এলাকার লোকজন তার স্মৃতিবিজড়িত বাড়িতে এসে কান্নায় ভেঙে পড়েন এবং তার আত্মার মাগফিরাত কামনা করেন।

এদিকে ফেনী শহরের মসজিদের মাইকে সকালে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রচারের সঙ্গে সঙ্গে সবকিছু থমকে পড়ে। উৎসুক জনতা ও নেতাকর্মীদের মাঝে শোকের ছায়া পড়ে। ফেনীর মেয়ে হিসেবে খালেদা জিয়াকে নিয়ে ফেনীর মানুষ গর্ববোধ করত। ফলে তিনি কখনো কোনো সংসদ নির্বাচনে হারেননি।