তুরস্কে ভয়ানক বন্দুকযুদ্ধে নিহত ৬ আইএস জঙ্গি ও ৩ পুলিশ

Published: 30 December 2025

পোস্ট ডেস্ক :


সোমবার উত্তর-পশ্চিম তুরস্কে পুলিশের সঙ্গে ইসলামিক স্টেটের জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয়েছে তিন পুলিশ কর্তা এবং ছয় জঙ্গির। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকাইয়া জানিয়েছেন, নিরাপত্তা বাহিনী ১৩টি প্রদেশজুড়ে আইএসের সঙ্গে সম্পর্কিত আস্তানাগুলোতে রাতভর ১০৮টি পৃথক অভিযান চালিয়েছে। তখনই শুরু হয় গুলির লড়াই।

জানা গিয়েছে, ইস্তাম্বুলের দক্ষিণে ইয়ালোভা প্রদেশের এলমালি জেলায় জঙ্গিরা লুকিয়ে থাকা একটি বাড়িতে পুলিশ অভিযান চালালে গুলির লড়াই শুরু হয়। অভিযান জোরদার করার জন্য পার্শ্ববর্তী বুরসা প্রদেশ থেকে বিশেষ বাহিনী পাঠানো হয়েছিল। রাস্তাতেও সংঘর্ষ শুরু হওয়ার কারণে এলাকার পাঁচটি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কর্তৃপক্ষ প্রাকৃতিক গ্যাস এবং বিদ্যুৎ সরবরাহও বন্ধ করে দিয়েছে এবং সাধারণ নাগরিক এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

গত সপ্তাহে, পুলিশ একসঙ্গে বেশ কয়েকটি অভিযান চালিয়ে চরমপন্থী গোষ্ঠীর ১১৫ জন জঙ্গিকে আটক করেছিল। অভিযোগ তারা যারা ক্রিসমাস এবং নববর্ষ উদযাপনকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছিল। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, তারা অমুসলিমদের বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

এই প্রসঙ্গে উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলিতে তুরস্কে জঙ্গি গোষ্ঠী আইএস ধারাবাহিকভাবে মারাত্মক হামলা চালিয়েছে। যার মধ্যে রয়েছে ২০১৭ সালের ১ জানুয়ারী নববর্ষ উদযাপনের সময় ইস্তাম্বুলের একটি নাইটক্লাবে গুলি চালানোয় ৩৯ জন নিহত হয়েছিলেন।