আইনজীবীকে পিটিয়ে হত্যা
পোস্ট ডেস্ক :

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকায় নাঈম কিবরিয়া (৩৫) নামে এক আইনজীবীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নাঈম কিবরিয়ার বাড়ি পাবনা সদর উপজেলায়। বাবার নাম গোলাম কিবরিয়া। তিনি পাবনা জেলা জজ আদালতের আইনজীবী ছিলেন।
নিহতের খালাতো ভাই রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘মব সন্ত্রাসের শিকার হয়েছেন নাঈম। তিনি যে প্রাইভেট কারটি চালাচ্ছিলেন, সেটিও ভাঙচুর করা হয়েছে।’
ভাটারা থানার এসআই আরিফুল ইসলাম বলেন, ‘আমরা জানতে পেরেছি বুধবার দিবাগত রাতে প্রাইভেটকার চালিয়ে যাওয়া সময় বসুন্ধরা আবাসিক এলাকায় একটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগে। পরে মোটরসাইকেল আরোহীরা তাকে বেদম মারপিট করে আহত করে ফেলে রেখে যায়। পরে স্বজনরা খবর পেয়ে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে ওখানেই তার মৃত্যু হয়।’
গতকাল রাতেই হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।




