বালুবাহী ট্রাক উল্টে নিহত ৫

Published: 1 January 2026

পোস্ট ডেস্ক :


রাজশাহীর পুঠিয়ায় বাজারের ভেতর বালুবাহী ট্রাক উল্টে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৮টার দিকে ঝলমলিয়া বাজারে এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিয়াম (১৫), সেন্টু (৪০), ইসলাম উদ্দিন (৬০), মুনকার (৩৫) ও রায়হান জলিল (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি বালুঝোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানান, বালু ভর্তি ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঝলমলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে ঢুকে যায়। এ সময় ট্রাকটি উল্টে যায়। ঘটনাস্থলে পুঠিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট ও নাটোর ফায়ার সার্ভিস স্টেশনের ১টি ইউনিট উদ্ধার কাজ করছে। এ ঘটনায় ৪ জন নিহত ও ১ জন আহত হয়েছেন।

পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারবো।’