৩৪ বছর পর পশ্চিমবঙ্গে বিশ্ব ইজতেমা, লাখো মুসল্লির ঢল

Published: 4 January 2026

পোস্ট ডেস্ক :


দীর্ঘ ৩৪ বছর পর পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। পশ্চিমবঙ্গের হুগলির ধনেখালী বিধানসভার অন্তর্গত পুইনান গ্রামে ২ জানুয়ারি থেকে চলছে বিশ্ব ইজতেমার কার্যক্রম।

প্রায় ৬০ বর্গ কিলোমিটার জায়গা জুড়ে চলা ইজতেমা শেষ হবে ৫ জানুয়ারি দুপুরে। ভারতের বিভিন্ন রাজ্য ও বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি ইজতেমায় যোগ দিয়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ইজতেমায় আগত মুসল্লিদের জন্য জন্য রাখা হয়েছে একাধিক ব্যবস্থা। প্রায় ১০ থেকে ১২ লাখ মানুষ শুক্রবার ইজতেমা প্রাঙ্গণে জুমার নামাজে অংশ নিয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইজতেমা ময়দানের আশপাশে ১৭০ শয্যাবিশিষ্ট অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছ। সেখানে সব রকম চিকিৎসার ব্যবস্থার করা হয়েছে।

২৪ ঘণ্টা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা নিযুক্ত আছেন।
নেপালের বিরাট নগর থেকে ইজতেমায় অংশ নিতে আসা কামাল উদ্দিন বলেন, এটা নিয়ে আমি পাঁচটা ইজতেমায় এসেছি এর আগে বিভিন্ন জায়গায় ঘুরেছি। ধর্মের কথা শুনতে আমি বারবার আসি। এর আগে গয়া, কিশানগঞ্জ, বাঁকড়া , নেপালের ইজতেমায় অংশ নিয়েছি।

ধনেখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন, ‘ধনিয়াখালী বিধানসভা এলাকায় বিশ্ব ইজতেমা ২ জানুয়ারি থেকে শুরু হয়েছে, চলবে ৫ জানুয়ারি পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে এবং জনপ্রতিনিধি হিসেবে ইজতেমা যারা আসছে তাদের জন্য আমরা সব রকম ব্যবস্থা করেছি। সব মুসলিম ধর্মপ্রাণ মানুষ মধ্যে একটি প্রতিক্রিয়া সমান যে বিশ্ব ইজতেমার সঙ্গে কোনো রাজনীতির যোগাযোগ নেই।’