নাইজেরিয়ায় বাজারে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ৩০

Published: 4 January 2026

পোস্ট ডেস্ক :


নাইজেরিয়ার নাইজার অঙ্গরাজ্যে একটি বাজারে বন্দুকধারীদের হামলায় কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে এবং আরো কয়েকজনকে অপহরণ করা হয়েছে বলে রবিবার পুলিশ জানিয়েছে।

পুলিশের মুখপাত্র ওয়াসিউ আবিওদুন বলেন, স্থানীয়ভাবে ‘ডাকাত’ হিসেবে পরিচিত বন্দুকধারীরা শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ডেমো গ্রামের কাসুওয়ান দাজি বাজারে হামলা চালায়, দোকানপাটে আগুন দেয় এবং খাদ্যসামগ্রী লুট করে।

আবিওদুন বলেন, ‘হামলায় ৩০ জনের বেশি নিহত হয়েছে এবং কয়েকজনকে অপহরণ করা হয়েছে। অপহৃতদের উদ্ধারে প্রচেষ্টা চলছে।

সাক্ষীরা জানান, বন্দুকধারীরা মোটরসাইকেলে করে এসে নির্বিচারে গুলি চালায়। তাদের মতে, এই সহিংসতা শুক্রবার থেকে কাছের আগওয়ারা ও বোরগু গ্রাম এলাকায় শুরু হওয়া ধারাবাহিক হামলার অংশ।

পালানোর সময় আহত হওয়া দাউদা শাকুল্লে বলেন, ‘নারী-শিশুদেরও রেহাই দেওয়া হয়নি। হামলা শুরুর পর থেকে নিরাপত্তা বাহিনীর কোনো উপস্থিতি নেই।

আমরা এখন লাশ সংগ্রহ করছি।’
নাইজেরিয়ার সামরিক বাহিনী এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

তিন শতাধিক শিশু ও শিক্ষক-কর্মী অপহরণের কয়েক সপ্তাহ পরই এই হামলার ঘটনা ঘটল। ওই ঘটনার ভুক্তভোগীদের প্রায় এক মাস বন্দিদশায় থাকার পর মুক্তি দেওয়া হয়েছিল।

উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ায় এমন সশস্ত্র ডাকাতির ঘটনা ক্রমেই বেড়ে চলেছে—গ্রামাঞ্চলে এসব সশস্ত্র দল গণহত্যা ও অপহরণ চালাচ্ছে। চলমান অভিযান সত্ত্বেও নিরাপত্তা বাহিনী সহিংসতা দমনে হিমশিম খাচ্ছে।

প্রত্যক্ষদর্শী খালিদ পিসা জানান, বন্দুকধারীরা কাসুওয়ান দাজি ছাড়াও কাছের চুকামা ও শাঙ্গা গ্রামেও হামলা চালায়। তার হিসাবে, মৃতের সংখ্যা ৪০ জন।