হাসপাতালে মাহাথির, সুস্থতা কামনায় আনোয়ার ইব্রাহিমের বিশেষ দোয়া

Published: 6 January 2026

পোস্ট ডেস্ক :


মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের ডান নিতম্বে (হিপ) ফ্র্যাকচার হয়েছে। মঙ্গলবার সকালে নিজ বাসায় পড়ে আহত হন তিনি। পরে তাকে কুয়ালালামপুরের ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (আইজেএন) ভর্তি করা হয়। চিকিৎসকদের প্রাথমিক ও পরবর্তী মূল্যায়নে তার হিপ ফ্র্যাকচারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
দেশটির স্থানীয় সংবাদমাধ্যম ফ্রি মালয়েশিয়া টুডে, মালয় মেইল, নিউ স্টেটস টাইমসসহ বেশ কয়েকটি গণাধ্যম জানিয়েছে, ঘটনার পর প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও তার স্ত্রী ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল ড. মাহাথির মোহাম্মদের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করেছেন।
প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তার ফেসবুক পোস্টে বলেন, তিনি ও তার স্ত্রী ড. মাহাথিরের সুস্বাস্থ্য ও দ্রুত সুস্থতার জন্য দোয়া করছেন।
ড. মাহাথিরের সহকারী সুফি ইউসুফ জানান, পড়ে যাওয়ার পরও ড. মাহাথিরের জ্ঞান ছিল। বারান্দা থেকে বসার ঘরে যাওয়ার সময় তিনি পড়ে যান। পরে অ্যাম্বুলেন্সযোগে তাকে আইজেএনে নেওয়া হয়।
শতবর্ষী মাহাথির এর আগেও একাধিকবার আইজেএনে চিকিৎসা নিয়েছেন। সর্বশেষ গত বছরের জুলাই মাসে পুত্রজায়ায় নিজের ১০০তম জন্মদিন এবং তার স্ত্রী ড. হাসমাহ আলীর ৯৯তম জন্মদিন উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে তিনি অসুস্থ বোধ করলে তাকে হাসপাতালে নেয়া হয়।