নরসিংদীতে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

Published: 6 January 2026

পোস্ট ডেস্ক :


নরসিংদীর পলাশে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় শরৎ চক্রবর্তী ওরফে মনি (৪০) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার রাত ১১টার দিকে উপজেলার চরসিন্দুর বাজারে এ ঘটনা ঘটে। নিহত মনি পার্শ্ববর্তী শিবপুর উপজেলার সাধারচর ইউনিয়নের মৃত মদন ঠাকুরের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে পলাশের চরসিন্দুর বাজারে মুদি ব্যবসা করে আসছিলেন। পাশাপাশি এক্সক্যাভেটর (খননযন্ত্র) ভাড়া দিতেন।

সূত্র মতে সুলতানপুর গ্রামে মনি’র আরেকটি বাড়ি আছে। সেখানে তিনি কিছু খরগোশ পালতেন। রাতে দোকান বন্ধ করে তিনি ওই বাড়িতে ফিরছিলেন। বাড়িটির ফটকের সামনে পৌঁছার পরই কে বা কারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথার পেছনে কোপ দেয়। রক্তাক্ত অবস্থায় তিনি মাটিয়ে লুটিতে পড়লে দ্রুত সেখান থেকে পালিয়ে যায় দুর্বৃত্তরা। একপর্যায়ে শরতের চিৎকারে স্থানীয় কয়েকজন এগিয়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। খবর পেয়ে স্বজন ও পরিবারের সদস্যরা হাসপাতালে গিয়ে লাশটি শনাক্ত করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আবদুল্লাহ আল মামুন জানান, ওই ব্যক্তিকে (মনি) মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার মাথার পেছনের দিকে ধারালো অস্ত্রের আঘাতে আড়াই ইঞ্চির মতো দেবে যায়। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। এ বিষয়ে পলাশ থানার ওসি শাহেদ আল মামুন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আটক করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।