ভারতে বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

Published: 7 January 2026

পোস্ট ডেস্ক :


নিরাপত্তা ও জাতীয় মর্যাদার প্রশ্নে কোনো আপস নয়-এমন অনড় অবস্থান থেকে ভারত বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা পুনর্ব্যক্ত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের এই যৌক্তিক অবস্থান আইসিসি সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে। আজ বুধবার (৭ জানুয়ারি) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড পরিচালকদের সঙ্গে এক জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। এ বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করে আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা-এটার প্রশ্নে আমরা কোনো আপস করবো না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই।’

উপদেষ্টা স্পষ্ট করে দেন যে, ভেন্যু পরিবর্তনের দাবিতে বাংলাদেশ এখনো অনড়। তিনি বলেন, ‘এই পজিশনে (ভারতে খেলতে না যাওয়া) আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হবো। আইসিসি আমাদের যুক্তিগুলো সহৃদয়তার সঙ্গে নিরপেক্ষভাবে বিবেচনা করে আমরা কষ্ট করে যেটা অর্জন করেছি, সেই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে।’
উল্লেখ্য, কেকেআর থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর থেকেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনে ভারতবিরোধী ক্ষোভ দানা বাঁধে। এর পরিপ্রেক্ষিতে বিসিবি আইসিসিকে আনুষ্ঠানিকভাবে জানায় যে, ক্রিকেটারদের নিরাপত্তা ঝুঁকির কারণে তারা ভারতে খেলতে আগ্রহী নয়। বিসিবির এই উদ্বেগের পর আইসিসি জানিয়েছিল, তারা বিষয়টি সমাধানে বিসিবির সঙ্গে কাজ করতে আগ্রহী।