খামেনিকে হত্যার হুমকি
পোস্ট ডেস্ক :

ইরানে চলমান বিক্ষোভ দমনে সরকার কঠোর অবস্থান বজায় ধরে রাখলে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প হত্যা করতে পারেন বলে হুমকি দিয়েছেন সিনেটর লিনডসে গ্রাহাম। মঙ্গলবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি। এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।
খামেনিকে লক্ষ্য করে গ্রাহাম বলেন, যদি আপনি উন্নত জীবনযাপন প্রত্যাশী জনগণকে হত্যা করতে থাকেন তাহলে ডনাল্ড ট্রাম্প জুনিয়র আপনাকে হত্যা করতে যাচ্ছে। ইরানে বড় পরিবর্তন আসছে বলেও মন্তব্য করেছেন গ্রাহাম। ইরানের বর্তমান সরকারকে নাজি আখ্যা দিয়ে বিক্ষোভকে ঐতিহাসিক পরিবর্তনের ইঙ্গিত বলে আখ্যা দেন তিনি। গ্রাহাম বলেন, ইরানের জনগণের জন্য সাহায্য আসছে।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে অর্থনীতির চরম অবনতি এবং ইরানি রিয়ালের রেকর্ড দরপতনের ফলে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বিভিন্ন শহরে বিক্ষোভকারী ও পুলিশ সদস্যসহ বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং কিছু সহিংসতার ঘটনাও ঘটেছে।
সিনেটরের এই হুমকি এমন এক সময়ে এলো যখন খামেনি স্বীকার করেছেন যে, বিক্ষোভকারীদের দাবিগুলো ন্যায্য। তবে কোনোরকম বিশৃঙ্খলা বরদাশত করা হবে না বলে সতর্ক করেছেন খামেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা অব্যাহত রেখেছে ইরান সরকার। দফায় দফায় ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করছে তারা।
এর আগে ট্রাম্প বলেন, তেহরান যদি বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংস হয় তাহলে ওয়াশিংটন তাদের উদ্ধারে এগিয়ে যাবে। তার এই মন্তব্য ইরানের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।




