এবার ভাইরাল সুফি আজিজের ‘রাধিকা সুন্দরী ’
স্টাফ রিপোর্টার :

বিশিষ্ট সংগীত শিল্পী সিলেটের সন্তান সুফি আজিজের কণ্ঠে এবার এলো এ যাবৎ কালের সেরা গান ‘রাধিকা সুন্দরী ’ । গানটি বৃহস্পতিবার মুক্তি পেয়েছে দেশ সেরা সংগীত প্রযোজনা প্রতিষ্ঠান ‘জি সিরিজে ’ র ব্যানারে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যায় গানটি রিলিজ হওয়ার পর পরই সর্বত্র সাড়া ফেলে দেয়। দর্শকগণ গানটি লুফে নেন। গানটি নিয়ে ইতোমধ্যে টিকটকও করেছেন কয়েকজ সেরা টিকটকার। সব মিলিয়ে এই গানটি দর্শকদের আকর্ষনের তালিকায় থাকবে বলে মনে করে প্রযোজনা সংস্থা।
গানটির কথার সাথে কম্পোজিশনও হয়েছে অসাধারণ। সৈয়দ জুনায়েদ আহমদ এর কথায় গানটির সুরও করেছেন সুফি আজিজ। মিউজিক করেছেন আকাশ মাহমুদ।
গানটির লিংক পেতে :
https://www.youtube.com/watch?v=4w7KLPZXEQg




