শরীয়তপুরে বোমা বিস্ফোরণে যুবক নিহত

Published: 9 January 2026

পোস্ট ডেস্ক :


শরীয়তপুরের জাজিরা উপজেলায় বোমা বিস্ফোরণে সোহান (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বিস্ফোরণের তীব্রতায় একটি বসতঘরের চালা উড়ে গেছে। বৃহস্পতিবার ভোরে উপজেলার বিলাশপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত সোহান বেপারী পার্শ্ববর্তী এলাকার সাতগড়িয়া কান্দির দেলোয়ার ব্যাপারী ছেলে। ঘটনাটি ঘটেছে ব্যাপারীকান্দী গ্রামের একটি বাড়িতে। আর তার লাশ পাওয়া যায় আধা কিলোমিটার দূরে সাতঘরিয়াকান্দি গ্রামে ফসলি জমিতে। কিছুদিন আগে একই ইউনিয়নের দু’গ্রুপের মধ্যে শতাধিক বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোররাতে হঠাৎ বিকট শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি ঘরের দেয়াল ও চালা উড়ে গেছে। ঘরের ভেতর ও আশপাশে রাসায়নিক দ্রব্য, বিস্ফোরক তৈরির সরঞ্জাম ও বিভিন্ন আলামত ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। ঘর থেকে দূরে সোহানের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে জাজিরা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহতের স্বজনরা জানান, এলাকায় পূর্ববিরোধের জেরে সোহানের নামে মামলা হয়েছিল। সাধারণত তিনি রাতে বাড়িতে থাকতেন না। বুধবার রাত ১১টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। সকালে ফসলি জমি থেকে তার ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। নিহতের বোন মাজেদা আক্তার জানান, স্থানীয় নাসির ব্যাপারীর সঙ্গে তার ভাইয়ের বিরোধ চলছিল। তার নামে মামলা থাকায় বাড়িতে থাকতে পারতেন না। এলাকার বিভিন্ন বাড়িতে পালিয়ে থাকতেন। বুধবার রাত ১১টার দিকে সোহান বাড়ি থেকে বের হন। সকালে ফসলি জমিতে তার লাশ পড়ে থাকার কথা জেনে ছুটে যান।