ইরানের ‘যুবরাজ’ পাহলভির সঙ্গে বৈঠকে অসম্মতি জানালেন ট্রাম্প
পোস্ট ডেস্ক :

ইরানে সরকার বিরোধী আন্দোলন তীব্রতর হওয়ার মুখে দেশটির নির্বাসিত ‘যুবরাজ’ রেজা পাহলভির সঙ্গে সাক্ষাৎ করতে অস্বীকৃতি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ওয়াশিংটন পরোক্ষভাবে এই বার্তাই দিল, তেহরানের বর্তমান সরকারের পতন ঘটলেও তারা কোনো নির্দিষ্ট উত্তরসূরিকে এখনই সমর্থন দিতে প্রস্তুত নয়। এ খবর দিয়েছে আল জাজিরা।
এতে বলা হয়, বৃহস্পতিবার এক পডকাস্টে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প ১৯৭৯ সালের বিপ্লবে ক্ষমতাচ্যুত ইরানের শেষ শাহর পুত্র রেজা পাহলভিকে একজন ‘ভালো মানুষ’ হিসেবে অভিহিত করেন। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে এই মুহূর্তে তার সঙ্গে সাক্ষাৎ করা সমীচীন হবে না।
ট্রাম্প বলেন, আমি মনে করি আমাদের উচিত পরিস্থিতি পর্যবেক্ষণ করা এবং দেখা যে শেষ পর্যন্ত কে সামনে আসে। এই মুহূর্তে তার সঙ্গে দেখা করা উপযুক্ত কাজ হবে বলে আমি মনে করি না।
এদিকে, ইরানে চলমান বিক্ষোভ দমনে কড়াকড়ি আরোপ করেছে দেশটির সরকার। রেজা পাহলভি নতুন করে গণবিক্ষোভের ডাক দেওয়ার পরপরই বৃহস্পতিবার ইরানের বিভিন্ন স্থানে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। মূলত দেশজুড়ে ছড়িয়ে পড়া আন্দোলন স্তিমিত করতেই এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।
যুক্তরাষ্ট্রে অবস্থানরত পাহলভির সঙ্গে ইসরাইলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বর্তমানে ইরানের বিভক্ত বিরোধী শিবিরের রাজতন্ত্রী অংশের নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইরানে একটি ‘অন্তর্বর্তীকালীন সরকার’ পরিচালনার প্রস্তাব দিলেও ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য থেকে স্পষ্ট যে যুক্তরাষ্ট্র সেই প্রস্তাবে এখনই সায় দিচ্ছে না।
বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন চললে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। বলেছেন, ইরানের অবস্থা খুবই শোচনীয়। আমি তাদের জানিয়ে দিয়েছি, তারা যদি লোকজনকে হত্যা করা শুরু করে তাহলে আমরা তাদের ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব।




