ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫
পোস্ট ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়া সরাইলের দুইপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত অরুয়াইল বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, উপজেলার অরুয়াইল ইউনিয়নের রানীদিয়া গ্রামের বিএনপি নেতা আব্দুল খালেক ও একই ইউনিয়নের যুবদল নেতা ধামাউড়া গ্রামের আব্দুল আজিজের মধ্যে আধিপত্য বিস্তার ও বাল্কহেড নৌ পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার রাতে আব্দুল আজিজ ও আব্দুল খালেকের মধ্যে বাগবিতণ্ডা হয়। এরপর থেকে দুই গ্রামবাসীর মধ্যে উত্তেজনা দেখা দেয়। দুপুরে দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান জানান, লেনদেন নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ ছিল। এরই জের ধরে সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।




