ইরানে চলমান বিক্ষোভে শতাধিক নিরাপত্তা কর্মকর্তা নিহতের দাবি

Published: 11 January 2026

পোস্ট ডেস্ক :


অর্থনৈতিক সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে চলমান বিক্ষোভে ইরানে এখন পর্যন্ত শতাধিক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় ও আধা-রাষ্ট্রীয় গণমাধ্যম। এ পরিস্থিতিতে ইরানের সংসদ স্পিকার যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে সতর্ক করে বলেছেন, ওয়াশিংটন হামলা চালালে তেহরান পাল্টা আঘাত হানবে।

রাষ্ট্রীয় টেলিভিশন রোববার জানিয়েছে, সাম্প্রতিক সহিংসতায় মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে ৩০ জন এবং পশ্চিমাঞ্চলীয় কেরমানশাহে আরও ছয়জন পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। আধা-রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে বলা হয়েছে, দেশজুড়ে চলমান বিক্ষোভে এখন পর্যন্ত মোট ১০৯ জন নিরাপত্তা কর্মকর্তা প্রাণ হারিয়েছেন।

এদিকে ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, গোলেস্তান প্রদেশের রাজধানী গোরগানে তাদের একটি ত্রাণ ভবনে হামলার সময় সংস্থাটির এক কর্মী নিহত হয়েছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও জানায়, শনিবার রাতে পূর্ব ইরানের মাশহাদ শহরে একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এমন এক সময় এই হতাহতের খবর এলো যখন সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন দমনে কর্তৃপক্ষ দমন অভিযান জোরদার করেছে। উচ্চ মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে ক্ষোভে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে।

ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, তথাকথিত ‘বিক্ষোভ’ ধীরে ধীরে প্রশমিত হচ্ছে। তবে দেশটির অ্যাটর্নি জেনারেল হুঁশিয়ারি দিয়েছেন, সহিংসতায় জড়িতদের মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

চলমান এই সংকটকে ঘিরে দেশটির ভেতরে ও বাইরে উত্তেজনা ক্রমেই বাড়ছে, আর পরিস্থিতি কোন দিকে মোড় নেয়Ñ সেদিকে তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক মহল।