জম্মু-কিশ্মীরের মেডিকেল কলেজের স্বীকৃতি বাতিলে হিন্দুত্ববাদীদের উল্লাসের নিন্দা ওমর আবদুল্লার

Published: 13 January 2026

পোস্ট ডেস্ক :

ভারতের জম্মু ও কাশ্মীরের শ্রী মাতা বৈষ্ণদেবী ইনস্টিটিউট অব মেডিকেল এক্সেলেন্সের স্বীকৃতি ভারতের ন্যাশনাল মেডিকেল কাউন্সিল বাতিল করার সিদ্ধান্তকে হিন্দুত্ববাদীরা নাচ গানসহ উল্লাসের মাধ্যমে স্বাগত জানিয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা করেছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
সর্বভারতীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) ফলাফলের ভিত্তিতে কলেজের মেডিকেল কোর্সে ৫০ শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছিল। তাদের বেশির ভাগই ছিলেন কাশ্মীরের মুসলিম। এসব শিক্ষার্থীদের ভর্তির প্রতিবাদে বিজেপি ও কট্টরপন্থী বিভিন্ন দক্ষিণপন্থী গোষ্ঠী আন্দোলন শুরু করে।
বিশ্ব হিন্দু পরিষদ, বজরং দলসহ উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের দাবি, বৈষ্ণদেবী মন্দির কর্তৃপক্ষের দানের টাকায় তৈরি ওই প্রতিষ্ঠানে হিন্দু পড়ুয়া শিক্ষার্থীদের অগ্রাধিকার থাকা উচিত। অথচ দেখা যাচ্ছে, ৫০ জনের মধ্যে ৪২ জন কাশ্মীরের ও ৮ জন জম্মুর। পড়ুয়াদের ৯০ শতাংশই মুসলমান। তাদের দাবি, ওই শিক্ষার্থীদের বদলে হিন্দু শিক্ষার্থীদের নিতে হবে।

সিংহভাগ আসন হিন্দু শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ করতে হবে। এর পরেই মেডিকেল কাউন্সিল আচমকা পরিদর্শনের পর পরিকাঠামোর অভাবের অভিযোগে ওই প্রতিষ্ঠানে এমবিবিএস কোর্সে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের জন্য ইস্যু করা লেটার অব পারমিশন (এলওপি) প্রত্যাহার করে নেয়।
শ্রীনগরের সাবেক মেয়র জুনাইদ আজিম মত্তু এ সিদ্ধান্তকে ‘সাম্প্রদায়িক শক্তির তোষণ’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, নিট-এর মাধ্যমে ভর্তি হওয়া মুসলিম শিক্ষার্থীদের বিরোধিতাকারীদের খুশি করতেই এ পদক্ষেপ। এটি ভারতের অন্তর্ভুক্তিমূলক চেতনা ও সংবিধানের ওপর একটি কলঙ্ক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

সোমবার স্বীকৃতি বাতিলকে স্বাগত জানাতে নাচ গানের মাধ্যমে উল্লাসে সামিল হয়েছিল আরএসএস, বিজেপি ঘনিষ্ট ৬০টি হিন্দুত্ববাদী সংগঠন। শ্রী মাতা বৈষ্ণোদেবী সংঘর্ষ সমিতির সভাপতি সুখবীর সিং মানকোটিয়াক মালা পরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে। এর পরিণতি ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন রাজনৈতিক নেতারা। তাদের অভিযোগ, সাম্প্রদায়িকীকরণের ক্ষতিকর দিক স্পষ্টভাবে উন্মোচিত করেছে। রোগের চিকিৎসা না করে এখানে রোগীকে শাস্তি দেওয়া হচ্ছে। এ কলেজের মতো মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের সঙ্গে যদি এমনটা হতে পারে, তবে অন্যত্রও হবে। এতে পরিশ্রমী তরুণদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়বে।