কাতারের বিমান ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

Published: 14 January 2026

পোস্ট ডেস্ক :


কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে সৈন্য সরিয়ে নিতে শুরু করেছে যুক্তরাষ্ট্র। সিবিএস’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে কাতার সরকার। ইরান সরকার কর্তৃক আটক বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকরের পদক্ষেপকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের কঠোর হুমকির আবহে এ তথ্য সামনে আছে। এদিকে ট্রাম্পের হুমকির জবাবে সামরিক বাহিনীকে পুরোপুরি প্রস্তুতির কথা জানিয়েছে তেহরান।