জামায়াত আমির ও ভারতীয় কূটনীতিকদের বৈঠক কূটনৈতিক প্রক্রিয়ার অংশ: জয়সওয়াল

Published: 16 January 2026

পোস্ট ডেস্ক :


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে ভারতীয় কূটনীতিকদের বৈঠক নিয়ে সৃষ্ট আলোচনার প্রেক্ষিতে মুখ খুলেছে ভারত। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে এ বিষয়ে এক প্রশ্নের জবাবে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের নিবিড় দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের ধারাবাহিকতায় ভারতীয় হাই কমিশনের কর্মকর্তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক মহলের সঙ্গে যোগাযোগ করেন। জামায়াতে ইসলামীর সঙ্গে এই আলাপচারিতাকে সেই নিয়মিত কূটনৈতিক প্রক্রিয়ার অংশ হিসেবেই দেখা উচিত।

সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জানান, ভারতীয় দুই কূটনীতিক গত বছর তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। তিনি আরও দাবি করেন, ভারতীয় কূটনীতিকরা সাক্ষাতের বিষয়টি শুরুতে জনসমক্ষে না আনার অনুরোধ করেছিলেন। পরে রয়টার্সের মাধ্যমে এই খবর সামনে আসলে বিভিন্ন মহলে এ নিয়ে ব্যাপক আলোচনা হয়।