বিএনপি প্রার্থীর দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে অভিযোগকারীর ওপর হামলা
পোস্ট ডেস্ক :

নির্বাচন কমিশনের সামনে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে অভিযোগকারীকে রাস্তায় ফেলে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন ভবনের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, এদিন বিকেলে হঠাৎই কয়েকজন নির্বাচন কমিশনের সামনের সড়কে শেরপুর-২ আসনে বিএনপির প্রার্থী ফাহিম চৌধুরীর বিরুদ্ধে দ্বৈত নাগরিকত্বের বিরুদ্ধে অভিযোগকারী ইয়াজদায়িনকে ধাওয়া করে।
ওই সময় ধরে ফেলামাত্রই তারা ইয়াজদায়িনকে কিল-ঘুষি মারতে থাকেন।
একপর্যায়ে রাস্তার ওপর পড়ে গেলে তাকে এলোপাতাড়ি লাথি মারা হয়। পরে আশপাশে থাকা পুলিশ ও আনসার সদস্যরা দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।




