আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি: সিইসি
পোস্ট ডেস্ক :

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেন, রিটার্নিং কর্মকর্তাদের দেয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে কোনো পক্ষপাত করিনি। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের আমরা ১ শতাংশ ভোটারের সমর্থনের বিষয়টিও ছেড়ে দিয়েছি। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। রোববার নির্বাচন ভবনে টানা নয়দিনের শুনানি শেষে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আপনারা হয়তো আমাদের সমালোচনা করতে পারেন অনেকেই। স্বতন্ত্র প্রার্থীদের এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষরের বিষয়টা আমরা কিভাবে ছেড়ে দিয়েছি, আপনারা দেখেছেন। বিকজ উই ওয়ান্ট দি ইলেকশন টু বি পার্টিসিপেটেড। আমরা চাই যে সবাই অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক। আপনারা সহযোগিতা না করলে কিন্তু হবে না।
তিনি বলেন, আই ক্যান এশিউর আমার তরফ থেকে এবং আমার টিমের তরফ থেকে কোনো পক্ষপাতিত্ব করে কোনো জাজমেন্ট আমরা দেইনি। আমরা অনেক ডেলিবারেশন করে যেটা মনে করেছি আল্লাহতালার তরফ থেকে আন্ডারস্ট্যান্ডিং।
তিনি বলেন, আপনারা কোয়ারি করেছেন কোয়ারি জবাব দিয়েছেন, আই এম এমেজ টু সিই এট দিস। এটা আমাদের আলেম ওলামারা বাহাস বলে। আপনাদেরকে আমি আন্তরিক মোবারকবাদ জানাই ইসির পক্ষ থেকে। আমি আশা করবো ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে এ ধরনের সহযোগিতা পাবো। এই প্রত্যাশা রেখে এবং আপনাদের ফর ইউর প্যাশন হিয়ারিং এবং অত্যন্ত ধৈর্য সহকারে সারাদিন বসে, সকাল থেকে এসেছেন এবং আমাদেরও আগে আসছেন এবং অনেক রাত পর্যন্ত আপনারা থাকছেন। এক্সট্রিমলি গ্রেটফুল প্লিজ এক্সপেক্ট আওয়ার গ্রেটিউড।
এ সময় নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, আমরা ঋণ খেলাপী যাদেরকে ছাড় দিয়েছি, মনে কষ্ট নিয়ে নিয়েছি। শুধু আইন তাদেরকে পারমিট করেছে বিধায়।




