ট্রাম্পের গাজা প্যানেলের সদস্য তালিকায় ইসরাইলের আপত্তি
পোস্ট ডেস্ক :

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এর অধীনে গাজা শাসনব্যবস্থার জন্য গঠিত একটি প্যানেলের সদস্য তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে ইসরাইল। গাজা নির্বাহী বোর্ড নামে পরিচিত এ প্যানেলটি যুদ্ধোত্তর সময়ে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটির প্রশাসনিক কার্যক্রম তদারকির দায়িত্ব পালন করবে। এ খবর দিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
শনিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানায়, গাজা নির্বাহী বোর্ডের সদস্য গঠনের ঘোষণা ইসরাইলের সঙ্গে কোনো ধরনের সমন্বয় ছাড়াই দেয়া হয়েছে এবং এটি ইসরাইল সরকারের নীতির পরিপন্থী। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করতে দেশটির পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু।
হোয়াইট হাউস শুক্রবার গাজা নির্বাহী বোর্ডের সদস্য তালিকা ঘোষণা করে। এতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং কাতারের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা বিশেষভাবে ইসরাইলের অসন্তোষের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এদিকে ‘বোর্ড অব পিস’-এর কাঠামো শনিবার থেকে স্পষ্ট হতে শুরু করে। মিশর, তুরস্ক, আর্জেন্টিনা ও কানাডার নেতাদের এ বোর্ডে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে ট্রাম্প নিজেকে এ সংস্থার চেয়ারম্যান ঘোষণা করেন। গাজাকে ঘিরে তার প্রস্তাবিত অর্থনৈতিক উন্নয়ন পরিকল্পনা ইতিমধ্যেই বিতর্ক সৃষ্টি করেছে। টানা দুই বছরের ইসরাইলি বোমাবর্ষণ ও যুদ্ধের ফলে গাজার বড় অংশ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।
এর মধ্যেই ‘বোর্ড অব পিস’-এর তত্ত্বাবধানে গাজা পরিচালনার জন্য গঠিত ফিলিস্তিনি প্রযুক্তিবিদদের একটি কমিটি কায়রোতে প্রথম বৈঠক করে। বৈঠকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনার উপস্থিত ছিলেন।




