ঢাকা-বরিশাল সড়কে বাসচাপায় নিহত ৬, আহত ৫
পোস্ট ডেস্ক :

মাদারীপুরে যাত্রীবাহী বাস সার্বিক পরিবহনের সাথে ইজি বাইকের মুখোমুখি সংঘর্ষে যাত্রীবাহী বাস চাপায় ৬জন ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় অন্তত ৫জন আহত হয়েছেন । রোববার (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৫ টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের মস্তফাপুর মিল গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বর্তমানে উদ্ধার অভিযান চালাচ্ছেন ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা। নিহতদের মধ্যে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচর এলাকার শাহ আলমের ছেলে রুমান।অপর জন হলেন মাদারীপুর শহরের কলেজ রোড এলাকার বাসিন্দা পান্নু মুন্সী। তিনি সার্বিক পরিবহনের সহকারী হিসেবে কর্মরত ছিলেন। বাকিদের নিহত ইজিবাইক যাত্রীর পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুর থেকে ঢাকা যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস।
পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের মিল গেইট এলাকায় আসলে একটি যাত্রীবাহী ইজিবাইকে চাপা দেয়। এতে ইজিবাইকটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়। পরে আরও তিনজনের লাশ উদ্ধার করা হয়। একই সঙ্গে আহত হয়েছেন অনেকেই। আহতদের উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে প্রেরণ করেছেন স্থানীয়রা। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান অব্যাহত আছে।
মাদারীপুর ফায়র সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম জানান আমরা ঘটনাস্থলে এসে প্রথমে তিনজনের মৃত্যু দেহ এরপর দেড় ঘন্টা উদ্ধার তৎপরতা চালিয়ে গাড়ীর নিচে চাপা পড়া আরও তিনজনের লাশ উদ্ধার করি। এখন পযন্ত ৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আমাদের উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে
জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেলেও ফায়ার সার্ভিস ও পুলিশের সহায়তায় পরে যান চলাচল স্বাভাবিক করা হয়।




