ট্রেনের ধাক্কায় সিলেটে খাদে পডা হাতি উদ্ধার করলো ফায়ার সার্ভিস
পোস্ট ডেস্ক :

সিলেটে দুর্ঘটনার শিকার হয়ে খাদে পড়ে যায় একটি বিশাল দেহী হাতি। এরপর কেটে যায় ঘন্টার পর ঘন্টা। অবশেষে খাদে পড়া হাতিটি উদ্ধার করলো সিলেট ফায়ার সার্ভিস। দীর্ঘ ঘন্টা খাদে থাকায় অসুস্থ হয়ে হাতিটি। চিকিৎসা সেবায় নামে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ও প্রাণিসম্পদ অধিদপ্তর।চিকিৎসা শেষে হাতিটিকে মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে সিলেট বন বিভাগ।
আজ রোববার দুপুরে ফায়ার সার্ভিসের সিলেটের আলমপুর স্টেশনের একটি দল খাদ থেকে উদ্ধার করে হাতি টিকে।এরআগে শনিবার রাতের কোন এক সময় দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার একটি খাদে পড়ে যায় হাতিটি।
ব্যক্তি মালিকানাধীন এই হাতিটিকে একটি বিয়ের অনুষ্ঠানের জন্য মৌলভীবাজারের কুলাউড়া থেকে সিলেটে ভাড়ায় পাঠিয়েছিলেন তার মালিক।কামরুল ইসলাম।স্থানীয়রা জানিয়েছেন, রাত ১২ টার দিকে ঢাকা থেকে আসা ট্রেনের ধাক্কায় হাতিটি খাদে পড়ে যায়। যদিও ট্রেনের সাথে হাতির ধাক্কা লাগার ব্যাপারে নিশ্চিত নয় সিলেট রেল কর্তৃপক্ষ।
সকালে স্থানীয়রা হাতিটিকে খাদে দেখতে পান। এরপর ফায়ার সার্ভিস, পুলিশ, বন বিভাগ ঘটনাস্থলে যেয়ে বিকেল ৩টার দিকে হাতিটিকে খাদ থেকে উদ্ধার করে।দুর্ঘটনার ফলে হাতিটির পেছনের দুই পা আঘাতপ্রাপ্ত হয়েছে। এছাড়া দীর্ঘক্ষণ খাদের কাদাজলে থাকায় হাতিটি ক্লান্ত হয়ে পড়ে। তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রাণিসম্পদ অধিপ্তরের কর্মকর্তারা।
হাতির চিকিৎসায় যুক্ত থাকা সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োজলি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ বলেন, খাদ থেকে তোলার পর হাতিটি অনেকটা অসচেতন ছিলো।
আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর এখন নড়াছড়া করছে। আমরা কিছু ওষুধ ও স্যালাইন দিয়েছি। তবে আঘাত লেগে হাতিটির পেছনের দুটি পা বড় ধরণের ক্ষতিগ্রস্থ হয়েছে। পুরো সুস্থ হতে আরও অনেক সময় লাগবে।
তিনি বলেন, আঘাতের ধরণ দেখে ও স্থানীয়দের সাথে কথা বলে জেনেছি, ট্রেনের ধাক্কায়ই হাতিটি খাদে পড়ে যায়।তবে সিলেট রেল স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, হাতিটি ট্রেনের ধাক্কায়ই খাদে পড়েছে কী না তা নিশ্চিত নই। আমরা এরকম কোন আলামত পাইনি। ওই এলাকায় পাশপাশি বাস ও ট্রেনের লাইন রয়েছে।প্রাথমিক চিকিৎসা শেষে হাতিটিকে তার মালিকের কাছে হস্তান্তর করা হয়েছে জানিয়ে সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বলেন, হাতিটিকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরপর এর মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে।




