ট্রাম্পের ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী সদস্য পদে গুনতে হবে ১ বিলিয়ন ডলার
পোস্ট ডেস্ক :

সংঘাত সমাধানের লক্ষ্যে গঠিত তথাকথিত ‘বোর্ড অব পিস’-এ স্থায়ী সদস্য পদ পেতে দেশগুলোকে এক বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করতে বলেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। একটি সনদপত্রের ভিত্তিতে এএফপি সোমবার এ তথ্য জানিয়েছে।
হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের সভাপতিত্বে এই বোর্ডে যোগ দেওয়ার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নিসহ বিভিন্ন দেশের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সনদপত্র অনুযায়ী, সদস্য রাষ্ট্রগুলো তিন বছরের জন্য যোগ দিতে পারবে।
তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি নগদ অর্থ প্রদান করলে, তিন বছরের সীমা প্রযোজ্য হবে না বা মেয়াদ আরো বাড়তে পারে।
খসড়া সনদে বলা হয়েছে, ‘এই সনদ কার্যকর হওয়ার তারিখ থেকে প্রতিটি সদস্য রাষ্ট্রের মেয়াদ সর্বোচ্চ তিন বছর হবে, তবে সভাপতির অনুমোদনে তা নবায়নযোগ্য।’
এতে আরো বলা হয়, ‘সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যে যারা এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি নগদ অর্থ বোর্ড অব পিসে প্রদান করবে, তাদের ক্ষেত্রে তিন বছরের সদস্যপদ মেয়াদ প্রযোজ্য হবে না।’
বোর্ডটি মূলত গাজার পুনর্গঠন তদারকির উদ্দেশ্যে পরিকল্পিত হলেও, সনদে এর ভূমিকা কেবল অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সীমাবদ্ধ রাখা হয়নি।
হোয়াইট হাউস জানিয়েছে, একটি প্রধান বোর্ড থাকবে, যুদ্ধবিধ্বস্ত গাজা শাসনের জন্য ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি কমিটি থাকবে এবং একটি দ্বিতীয় ‘এক্সিকিউটিভ বোর্ড’ থাকবে, যার ভূমিকা মূলত পরামর্শমূলক বলে মনে হচ্ছে।
সনদে বলা হয়েছে, ‘বোর্ড অব পিস একটি আন্তর্জাতিক সংস্থা, যার লক্ষ্য সংঘাতে ক্ষতিগ্রস্ত বা সংঘাতের হুমকিতে থাকা এলাকায় স্থিতিশীলতা নিশ্চিত করা, নির্ভরযোগ্য ও আইনসম্মত শাসনব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং স্থায়ী শান্তি নিশ্চিত করা।’




