ভাসানটেকের সমাবেশে তারেক রহমান, নেতাকর্মীদের ঢল
পোস্ট ডেস্ক :

নির্বাচনী প্রচারণার দ্বিতীয় দিনে ঢাকা-১৭ আসনের ভাসানটেকে সমাবেশে যোগ দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার সন্ধ্যায় ভাসানটেক বিআরপি মাঠে আয়োজিত সমাবেশে যোগ দেন তিনি। এসময় তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমানও উপস্থিত হন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারম্যানের উপদেষ্টা আবদুস সালাম, ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দিন আলম, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক উপস্থিত হন। বাদ মাগরিব কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশ শুরু হয়। এদিকে সমাবেশে নেতাকর্মীদের ঢল নেমেছে। সরজমিনে দেখা যায়, বিকেল থেকেই ভাসানটেক বিআরপি মাঠ ও আশপাশের সড়কে যুবদল,ছাত্রদল,সেচ্ছাসেবকদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিতে শুরু করেন। জনসভায় অংশগ্রহণকারী নারী নেতাকর্মীদের জন্য আলাদা বসার ব্যবস্থাও করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র্যাব, সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
জনসভাকে কেন্দ্র করে এলাকায় নেতাকর্মী মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।




