দানে সোনার খনি ধসে নিহত ৬, মাটির নিচে আটকা বহু শ্রমিক

Published: 24 January 2026

পোস্ট ডেস্ক :


সুদানের দক্ষিণ কর্ডোফানে রাজ্যে একটি সোনার খনি ধসে ছয়জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। এখনো অনেকে নিখোঁজ বলে জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক।

এক বিবৃতিতে শুক্রবার রাতে সংগঠনটি জানায়, আবু জুবাইহা এলাকায় অবস্থিত একটি সোনার খনি ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

বিবৃতিতে বলা হয়, ‘খনি ধসের ঘটনায় ছয়জন খনি শ্রমিক নিহত এবং ১২ জন আহত হয়েছেন।

আরো বহু শ্রমিক ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন, যাদের অবস্থান সম্পর্কে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।’
সংগঠনটি অবিলম্বে উদ্ধার তৎপরতা জোরদার করার পাশাপাশি আহতদের জন্য জরুরি চিকিৎসা সহায়তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

একই সঙ্গে খনি শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সুদান ডক্টরস নেটওয়ার্ক। এর মধ্যে নিরাপত্তা মানদণ্ড প্রণয়ন, শ্রমিকদের প্রশিক্ষণ এবং নিয়মিত তদারকির ব্যবস্থা অন্তর্ভুক্ত রয়েছে।

যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
বিবৃতিতে আরো বলা হয়, প্রাতিষ্ঠানিক অবহেলা এবং আইন প্রয়োগে ব্যর্থতার কারণেই খনি শ্রমিকদের জীবন প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছে। দুর্ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে।