যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা

যুক্তরাষ্ট্রে ভয়াবহ তুষার ঝড়ের আশঙ্কা
১৭ রাজ্যে জরুরি অবস্থা, বাতিল ৪ হাজার ফ্লাইট, ওয়াশিংটন ডিসিতে সরকারি দপ্তর বন্ধ ঘোষণা

Published: 24 January 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্রে স্মরণকালের সবচেয়ে বড় তুষার ঝড়ের আশঙ্কায় ১৭টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। দক্ষিণ এবং উত্তর-পূর্বাঞ্চল জুড়ে শনিবার দিবাগত রাতে বিপজ্জনক ঠান্ডা নিয়ে ঝড়টি বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর । শুক্রবার থেকে নিউইয়র্ক ও নিউজার্সি, টেক্সাস, নর্থ ও দক্ষিণ ক্যারোলাইনা, জর্জিয়া, মিসিসিপি, টেনেসি, পেনসিলভানিয়া ও ওয়াশিংটন ডিসিসহ ১৭টি রাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বাতিল করা হয়েছে ৪ হাজারের বেশি ফ্লাইট । সোমবার ওয়াশিংটন ডিসি অঞ্চলে ফেডারেল সরকারের সব দপ্তর বন্ধ ঘোষণা করা হয়েছে ।
প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন বিপজ্জনক শীতকালীন ঝড় পরিস্থিতিতে প্রশাসন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে এবং ফেডারেল ইমার্জেন্সি ম্যানেজমেন্ট এজেন্সি (ফেমা) সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে সাড়া দিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাসে শনিবার দিবাগত রাতে শুরু হয়ে রোববার সকাল পর্যন্ত ঝড়টি পূর্বদিকে ছড়িয়ে পড়তে পারে বলে জানানো হয়েছে । সেই সাথে ফিলাডেলফিয়া এবং নিউইয়র্কে ভারি তুষারপাতের আশঙ্কা রয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন তুষার ঝড়টি যুক্তরাষ্ট্রের অন্যতম বড় ঝড়ে রূপ নিতে পারে। এবং ১৮০ মিলিয়নের বেশি মানুষ ভুক্তভোগী হওয়ার আশঙ্কা রয়েছে। ঝড়টি ইতিমধ্যে নিউ মেক্সিকো রাজ্য থেকে মেইন রাজ্য পর্যন্ত বিস্তৃত হয়েছে এবং এটি দক্ষিণাঞ্চলে বিপজ্জনক বরফ গঠনের ঝুঁকি তৈরি করছে।

ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৯টা (ইটি) পর্যন্ত রবিবারের জন্য নির্ধারিত ৪ হাজার ২০০টির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিলের সংখ্যা আরও বাড়ছে। মাত্র দেড় ঘণ্টায় নতুন করে এক হাজারের বেশি ফ্লাইট তালিকা থেকে বাদ পড়েছে।

এদিকে ঝড়ের কারণে সোমবার ওয়াশিংটন ডিসি অঞ্চলে ফেডারেল সরকারের সব দপ্তর বন্ধ থাকবে বলে জানিয়েছেন অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্টের পরিচালক স্কট কুপার। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “সপ্তাহান্তে সবাই যেন নিরাপদে (এবং উষ্ণ অবস্থায়) থাকতে পারেন, সেই আশা করছি।”

পূর্বাভাস অনুযায়ী, রোববার ডিসি অঞ্চলে সর্বোচ্চ ১০ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হতে পারে। সবচেয়ে বেশি তুষার পড়তে পারে শহরের উত্তরাঞ্চলীয় উপশহরগুলোতে। একই সঙ্গে বরফ জমার ঝুঁকিও বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। ঝড় কেটে যাওয়ার পরও সোমবার সকালে যাতায়াত পরিস্থিতি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে, কারণ এলাকাজুড়ে তীব্র শৈত্যপ্রবাহ নেমে আসার আশঙ্কা রয়েছে।