তেহরানে বিলবোর্ডে প্রতিশোধের বার্তা

Published: 26 January 2026

পোস্ট ডেস্ক :


যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সামরিক হামলার চেষ্টা করে, তবে তার ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে- সরাসরি এমন হুঁশিয়ারি দিয়ে তেহরানের কেন্দ্রস্থলে একটি বিশাল বিলবোর্ডে দেয়ালচিত্র (মিউরাল) উন্মোচন করেছে ইরান। রোববার রাজধানীর এঙ্গেলাব স্কয়ারে এই দেয়ালচিত্র প্রকাশ করা হয়। এমন এক যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে এমন বিলবোর্ড উন্মোচন করা হলো যখন মার্কিন যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের দিকে অগ্রসর হচ্ছে। এ খবর দিয়েছে এনডিটিভি।

এতে বলা হয়, দেয়ালচিত্রটিতে উপর থেকে দেখা একটি মার্কিন বিমানবাহী রণতরীর দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। রণতরীর ডেকে বিধ্বস্ত ও বিস্ফোরিত যুদ্ধবিমান, ছড়িয়ে থাকা মৃতদেহ এবং রক্তে ভেজা দৃশ্য দেখানো হয়েছে, যার রক্তধারা জাহাজের পেছনে পানিতে মিশে যুক্তরাষ্ট্রের পতাকার ডোরার মতো আকৃতি তৈরি করেছে। ছবির এক কোণে বড় অক্ষরে লেখা- তোমরা যদি ঝড় বপন করো, তবে সেটা ঘূর্ণিঝড় হয়েই ফুটবে।

এই মিউরাল বা দেয়ালচিত্র উন্মোচনের সময়েই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন ও তার সঙ্গে থাকা যুদ্ধজাহাজগুলো ওই অঞ্চলের দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জানিয়েছেন, প্রয়োজনে সামরিক পদক্ষেপ নেয়ার কথা মাথায় রেখেই এই মোতায়েন।