টিআইবি’র মন্তব্য

টিআইবি’র মন্তব্য
ড. ইউনূসের তিন শূন্যের যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করেছে

Published: 26 January 2026

পোস্ট ডেস্ক :


বিশ্বব্যাপী প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তিন শূন্যের যে প্রচার, তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করেছে বলে মন্তব্য করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সোমবার সকালে জাতীয় সংসদ ভবনের সামনের মানিক মিয়া অ্যাভিনিউয়ে এক মানববন্ধনে এ মন্তব্য করেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক ‘ক্লিন এনার্জি’ দিবস-২০২৬ উপলক্ষে এই মানববন্ধনের আয়োজন করে টিআইবি।

বিশ্বব্যাপী শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য কার্বন নিঃসরণ তত্ত্ব প্রচার করেন ড. মুহাম্মদ ইউনূস। তবে ইফতেখারুজ্জামান মনে করেন, এই তিন বিষয়ে মুহাম্মদ ইউনূসের যেই প্রচার, সরকার গঠনের পর তার সরকার এই তত্ত্বের বিপরীতে কাজ করেছে।’

আন্তর্জাতিকভাবে ‘থ্রি জিরো’ বা তিন শূন্যের যে ধারণা প্রচার করেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস, তাঁর নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের পর জাতীয়ভাবে এই সরকার সেই দায়িত্ব কতটা পালন করেছে, তা সরকারের মেয়াদ শেষে শ্বেতপত্র প্রকাশের মাধ্যমে মানুষকে জানানোর আহ্বান জানান তিনি।

ইফতেখারুজ্জামান বলেন, ‘জাতিসংঘের সদস্যদেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ক্লিন এনার্জি দিবস পালনে ব্যর্থ হয়েছে। দিবস পালনের মূল উদ্দেশ্য হলো মানুষ যেন সচেতন হয়। বিশেষত রাষ্ট্রীয় ক্ষমতায় যারা আছেন, তারা যেন কার্বন নিঃসরণে ঠেকাতে সক্রিয় হন। দিবসটি পালনে সরকার ব্যর্থ হয়েছে।’

দিবসটি পালনে সরকার ব্যর্থ হওয়া অত্যন্ত বিব্রতকর- উল্লেখ করেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, ‘আরও বেশি বিব্রতকর এই কারণে যে, থ্রি জিরোর ধারক–বাহক যিনি (মুহাম্মদ ইউনূস), তার সরকার ব্যর্থ হয়েছে।’