ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্কের উত্তেজনা তুঙ্গে

Published: 29 January 2026

পোস্ট ডেস্ক :


আরব উপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনে ইরান ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক চরম আকার ধারণ করেছে। দুই পক্ষের সামরিক সংঘাতের আগে কূটনৈতিক সমাধানের চেষ্টা করছে আঞ্চলিক শক্তিগুলো। চলতি সপ্তাহে তেহরানকে লক্ষ্য ফের সামরিক হামলার হুমকি দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে ইরানের আলোচনার টেবিলে ফেরার ‘সময় ফুরিয়ে যাচ্ছে’ বলেও সতর্ক করেছেন তিনি। ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় হামলার আগে ভূমধ্যসাগরে যুক্তরাষ্ট্রের যে নৌ শক্তি মোতায়েন করা হয়েছিল, তার চেয়েও অধিক শক্তিশালী নৌ বাহিনী ইরানের চারপাশে মোতায়েন করা হয়েছে।

ট্রাম্পের এই হুমকির প্রেক্ষিতে ইরানও কঠোর হুঁশিয়ারি দিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, ‘ট্রিগারে আঙুল রেখে’ মার্কিন আঘাতের পাল্টা জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে তার দেশের সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের যে কোনো হামলার তড়িৎ জবাব দেয়ার কথাও জানিয়েছেন আরাগচি।

গত বছর ইরান-ইসরাইলের ১২ দিনের যুদ্ধের এক পর্যায়ে তেহরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই ঘটনার সাত মাস না যেতেই ফের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে দুই দেশ। এবার আগে থেকেই প্রস্তুত রয়েছে তেহরান। ইতিমধ্যেই কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরান। মধ্যপ্রাচ্যে কাতারের বিমান ঘাঁটিটি যুক্তরাষ্ট্রের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গত বছরের যুদ্ধে তেহরান ইসরাইলের বেশ কয়েকটি শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।