মুম্বই বিমানবন্দরে তল্লাশির মুখে শাহরুখ খান, খুলতে হয় রোদচশমাও
পোস্ট ডেস্ক :

অতীতে দেশের বাইরে বলিউডের সুপারস্টার শাহরুখ খানকে একাধিক বিমানবন্দরে তল্লাশির মুখে পড়তে হয়েছে। মুসলিম হওয়ার সুবাদে হেনস্থার স্বীকারও হয়েছেন কিং খান নামে খ্যাত এই তারকা। এবার দেশের মাটিতেই তল্লাশির মুখোমুখি হতে হলেন শাখরুখ। বৃহস্পতিবার মুম্বই বিমানবন্দরে তল্লাশির মুখে পড়েন তিনি। ক্যামেরাবন্দি সেই মুহূর্ত নিয়ে ইতিমধ্যেই জোর চর্চা শুরু হয়েছে।
বলিউড মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার ভোরে খুব তাড়াহুড়ো করে বিমানবন্দরে ঢুকছিলেন বলিউড সুপারস্টার। আদ্যোপান্ত ডেনিম পোশাকে ছিলেন। তার মাথায় টুপি আর চোখে ছিল রোদচশমা। জানা যায়, সিকিউরিটি চেকে পরিচয়পত্র দেখানোর পরও কিং খানকে রোদচশমা খুলতে বলেন নিরাপত্তারক্ষী। শান্তভাবে নিয়ম মেনে শাহরুখ খান চশমা খোলেন এবং তল্লাশি শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য ধরে হাসিমুখে সেখানে দাঁড়িয়ে অপেক্ষা করেন। শুধু তাই নয়, যাওয়ার আগে কর্তব্যে অবিচল জনৈক নিরাপত্তারক্ষীর পিঠও চাপড়ে দেন। আর কিং খানের এহেন আচরণে মুগ্ধ হয়ে যান বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তারক্ষীরাও। সেই ভিডিও ভাইরাল হতেই নেটিজেনরা বলেছেন, এইজন্যেই শাহরুখ খান আজকে লাখ লাখ ভক্তের মনের বাদশা। যদিও কোথায় যাচ্ছিলেন সেই গন্তব্য ফাঁস করেননি বলিউড সুপারস্টার।




