কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক মানুষ

Published: 31 January 2026

পোস্ট ডেস্ক :


পূর্ব গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআর কঙ্গো) উত্তর কিভু প্রদেশে একটি খনি ধসে দুই শতাধিক মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এ খবর দিয়েছে বিবিসি।

উত্তর কিভুর গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুইসা সাংবাদিকদের জানান, বুধবার রুবায়া শহরের ওই খনিটি ভারী বৃষ্টির কারণে ধসে পড়ে। দুর্ঘটনার সময় হতাহতের সঠিক সংখ্যা নির্ধারণ করা সম্ভব হয়নি।

ধসে পড়া খনিটিতে কলটান খনিজ উত্তোলনের কাজ চলছিল। কলটান স্মার্টফোন, কম্পিউটারসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রাংশ তৈরিতে ব্যবহৃত একটি অত্যন্ত মূল্যবান খনিজ। দুর্ঘটনার সময় নারী, শিশু এবং খনিতে কাজ করা শ্রমিকরা সেখানে উপস্থিত ছিলেন।

খনিটির এক সাবেক তত্ত্বাবধায়ক বিবিসিকে জানান, খনিটি যথাযথভাবে রক্ষণাবেক্ষণ করা হতো না, ফলে দুর্ঘটনার ঝুঁকি ছিল অত্যন্ত বেশি। উদ্ধারকাজেও চরম অসুবিধা দেখা দেয়। তিনি আরও বলেন, এলাকার মাটির গঠন অত্যন্ত ভঙ্গুর হওয়ায় পরিস্থিতি আরও বিপজ্জনক হয়ে ওঠে।

ধসে পড়ার ঘটনায় এখন পর্যন্ত প্রায় ২০ জন জীবিত উদ্ধার হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে। তবে বহু মানুষ এখনও নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।