পাকিস্তানের বিশ্বকাপের জার্সি উন্মোচন স্থগিত

Published: 31 January 2026

পোস্ট ডেস্ক :


টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে পাকিস্তান দলের নতুন জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিল করা হয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম মিনিট মিররের প্রতিবেদন, বিশ্বকাপের জন্য প্রস্তুত করা অফিশিয়াল কিট উন্মোচনের পরিকল্পনা ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচের টসের পর। তবে পিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, অনিবার্য কারণে শেষ মুহূর্তে সেই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে।

জোর আলোচনা চলছে, বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার কারণেই জার্সি উন্মোচন বাতিল করা হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে কি না পাকিস্তান— ব্যাপারে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি পিসিবি। গত শুক্রবার ও আগামী সোমবার সিদ্ধান্ত জানানোর কথা বলেছিলেন বোর্ড প্রধান মহসিন নাকভি। শনিবার পর্যন্ত অবশ্য এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত জানায়নি তারা। গত সপ্তাহে নাকভি সংবাদমাধ্যমকে বলেন, সরকারের সঙ্গে আলোচনা চলছে এবং সমন্বিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করা হচ্ছে। গত ২৬ জানুয়ারি ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং পিসিবির পৃষ্ঠপোষক শেখবাজ শরিফের সঙ্গে বৈঠক করেন নাকভি। সেখানে বিশ্বকাপে দলের অংশগ্রহণ বিষয়ে দিকনির্দেশনা নেওয়া হয় বলে জানা গেছে। তবে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। পিসিবির পক্ষ থেকেও জার্সি উন্মোচন অনুষ্ঠান বাতিলের বিষয়ে অফিশিয়ালি কিছু জানানো হয়নি। তবে পিসিবির একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে সংবাদমাধ্যমকে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত খুব শিগগিরই ঘোষণা করা হবে। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পাকিস্তান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ খেলার কথা শ্রীলঙ্কার কলম্বোতে।