করোনার পর শুটিং শুরু করছেন দীপিকা
করোনাকালে বন্ধ হয়ে রয়েছে ভারতের বড় বড় প্রোডাকশনগুলোর চলচিত্রের কাজ। তবে ধীরে ধীরে শুরু হচ্ছে শুটিংসহ বন্ধ থাকা অনেক ছবির কাজ। শুটিংয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দীপিকা পাড়ুকোনও।
আগামী মাসে পরিচালক শকুন বাত্রার নতুন ছবির দিয়েই ফিরবেন তিনি। এটির কাজ হবে ভারতের গোয়াতে। ছবিতে দীপিকা পাড়ুকোনের পাশাপাশি রয়েছেন সিদ্ধান্ত চতুর্বেদী, অনন্যা পাণ্ডে।

ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, পরিচালকের শেষ ছবি ‘কাপুর অ্যান্ড সনস’-এর মতোই এটিও রোম্যান্টিক কমেডি। যেখানে পরিবারের গল্প থাকছে। ইতোমধ্যে শুটিং নিয়ে নানা ছক কষেছেন নির্মাতা। চাইছেন, গোয়াতেও সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে শুট করতে।