সাগরপার মসওয়ারা
শফি আহমেদ
আজ ভোরের পাখি গান ধরে,
পথ দেখিয়ে—কোথায় গেল সারা?
সেই আদরের, মিঠে রোদের,
স্বপ্নঘেরা—সাত সকাল বেলা।
আয়েশা, আনোয়ার, ফাতেহা, আনছার,
দল চল রে চল—সাগরপার পথচলা।
রচেস্টার কেন্টের নিথুয়া পাথা,
যত সব ড্যাফোডিল, আকুল বেভে সারা।
দূর সুদূরে—গগন কবে হবে পার সারা?
মাঝখানে হাওয়ায় খেলে—সাদা মেঘের ভেলা,
না জানি—পানসী পাবে কারা?
না রে, পানসী না—
না নিবে তারা নদীর খেয়া।
শুধু ঐ সাগরপারে পেলেই হয়—
নীল গগনের এক চিলতে পদ্মছায়া।
আদাবার্সে—জানিনা মানবে কি না,
ওপারে, বিলেতে বসা,
আমার এই—
ছোট্টো মসওয়ারা।