মাস্ক পরেও যেভাবে মেকআপ করবেন
করোনায় জীবনযাত্রায় এসেছে পরিবর্তন। এখন সবার নিত্যসঙ্গী মাস্ক। তবে মাস্ক পরার জন্য কি মেকআপ বন্ধ থাকবে? না। করোনার সময়ে মাস্ক পরে মেকআপ করতে হলে অবশ্যই মেকআপে পরিবর্তন আনতে হবে। এমন কোন প্রোডাক্ট ব্যবহার করতে হবে যেনো ছড়িয়ে না পরে।
কম প্রোডাক্ট ব্যবহার করা:
যেহেতু বাইরে যেয়ে আমাদের মাস্ক পরে থাকতেই হচ্ছে এজন্য মুখে যতটা সম্ভব কম প্রোডাক্ট ব্যবহার করতে হবে। এতে করে মাস্ক পরে নিজের কাছেও ভালো অনুভূতি হবে আবার হালকা মেকআপ মুখে দীর্ঘস্থায়ী হবে। প্রয়োজনে কনসিলার ব্যবহার করা যেতে পারে। ফাউন্ডেশন ব্যবহারের বিষয়ে অবশ্যই সতর্ক থাকতে হবে। খুব হালকা পরিমাণ ব্যবহার করলে মুখে একটা ম্যাট ফিনিশ আসবে।
ওয়াটার প্রুফ মেকআপ ব্যবহার:
মিনারেল বেসড মেকআপ ব্যবহার করলে একদিকে যেমন মুখে হালকা অনুভূত হবে তেমন ম্যাট ফিনিস দেবে। এতে করে ত্বকে কোন জ্বালাপোড়া তৈরি হবে না।
মেকআপ বাছাই করুন:
এমন মেকআপ ব্যবহার করুন যেনো আবার টাচ আপের দরকার না হয়। অবশ্যই মশ্চারাইজার ও সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না। প্রয়োজনে কনসিলারও ব্যবহার করুন।
চোখের মেকআপ:
মাস্ক পরলে আমাদের মুখের একটা অংশই খোলা থাকে তা হলো চোখ। এজন্য আমরা চোখের মেকআপে পরিবর্তন আনতে পারি। আইশ্যাডো,আইলাইনার আর কাজল দিয়ে চোখকে পচ্ছন্দমত সাজিয়ে নিতে পারি। এছাড়া আইব্রোটাকেও সুন্দরভাবে সাজানো দরকার।
ম্যাট লিপস্টিক:
এই সময়ে লিপস্টিক ব্যবহারের বিষয়ে অবশ্যই সতর্ক হতে হবে। যেকোন ধরণের ক্রিমি লিপস্টিকগুলো খুব সহাজে ছড়িয়ে পড়ে। সেক্ষেত্রে সারাদিন ব্যবহারের জন্য হালকা এবং ম্যাট লিপস্টিক ব্যবহার করতে হবে, যা কয়েক ঘন্টার জন্য ঠোঁটে থাকে।