যুক্তরাষ্ট্রে ৯ বছরের শিশুকে গুলি করে হত্যা
পোস্ট ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দুর্বৃত্তের গুলিতে ৯ বছরের এক মেয়েশিশু প্রাণ হারিয়েছে। চলন্ত গাড়ি থেকে চালানো গুলিতে ছয় বছরের আরেক শিশুসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। খবর এপির।
দেলপাসো এলাকায় স্থানীয় সময় রোববার বেলা সোয়া ১টার দিকে একটি পার্কের সামনে দুর্বৃত্তের ওই বন্দুক হামলায় আহত অন্য দুজন হলেন– এক নারী ও এক পুরুষ।
পুলিশ কর্মকর্তা কার্ম চ্যান গণমাধ্যমকে বলেন, স্থানীয় মামা মার্কস পার্কের সামনে একটি চলন্ত গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি শুরু করে ওই বন্দুকধারী। এতে ঘটনাস্থলেই ৯ বছরের ওই শিশুটি মারা যায়।
আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কেন ওই বন্দুক হামলা হয়েছে তা জানা যায়নি।